সৌমিত্রকে আইনি নোটিস সায়নীর

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করলেন পাঠালেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ । নিয়োগ দুর্নীতিতে ইডি-র জালে থাকা তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে তাঁর নাম জড়িয়ে মন্তব্যের জেরেই এই নোটিস। এই প্রসঙ্গে সায়নী তাঁর টুইটে জানান, ‘আমি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে আইনি নোটিস শেয়ার করলাম। গত ৩ ফেব্রুয়ারি তিনি প্রকাশ্যেই একটি মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের জেরেই এই নোটিস।’

ঘটনার সূত্রপাত গত শুক্রবার। বিবাহ বিচ্ছেদ মামলায় বাঁকুড়া জেলা আদালতে উপস্থিত হয়েছিলেন সৌমিত্র খাঁ। সেখানে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ ওঠে। সেই প্রসঙ্গেই সৌমিত্র খাঁ এক বিস্ফোরক মন্তব্য করেন। বলেন, ‘সায়নী ঘোষ নাচতে নাচতে সবার বিরুদ্ধে মামলা করেন। কিছুদিন আগে তিনি মহাদেবকে নিয়েও অশালীন মন্তব্য করেছিলেন। কুন্তল ও সায়নীর কোনও অবৈধ সম্পর্ক রয়েছে কিনা, তারও তদন্তের প্রয়োজন।’ এখানে বলে রাখা শ্রেয়, তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের সঙ্গে তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই বঙ্গ রাজনীতিতে যোগ হয়েছে এক নয়া বিতর্কও। আর এই মন্তব্যের জেরেই এই আইনি নোটিস পাঠান সায়নী ঘোষ। উল্লেখ্য, কুন্তল প্রসঙ্গে এর আগে সায়নী ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, ‘কুন্তল ঘোষকে আমি চিনি না, একথা আমি বলব না। প্রচুর ছবিতে আমার সঙ্গে ওঁকে দেখা গিয়েছে, সেটাও আমার অজানা নয়। তবে আমাদের প্রত্যেকদিনই প্রচুর মানুষের সঙ্গে দেখা করতে হয়। অনেকেই এসে আমার সঙ্গে ছবি তোলেন। ব্যক্তিগতভাবে সবাইকে চেনা সম্ভব নয়। তবে কুন্তল আমাদের যুব সংগঠনে রয়েছেন। তাই ওঁকে আমি চিনি।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + eighteen =