ইউক্রেনের অ্যাপার্টমেন্টে মিসাইল হামলা রাশিয়ার, মৃত অন্তত ১৮

ফের ইউক্রেনে (Ukraine) সাধারণ মানুষের উপরে হামলা চালাল রাশিয়া। শুক্রবার ভোর রাতে ওডেসা অঞ্চলের একটি অ্যাপার্টমেন্টে এবং দু’টি হলিডে ক্যাম্পে মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনা (Russia Missile)। ঘটনায় মৃত্যু হয়েছে এক শিশু-সহ অন্তত ১৮ জনের। স্থানীয় আধিকারিকের তরফে জানানো হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে ৪১ জনকে নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান।

সংবাদ সংস্থা বিবিসি সূত্রে জানা গিয়েছে, ইউক্রেনের স্থানীয় সময় শুক্রবার রাত একটা নাগাদ মিসাইল হামলা চালায় রাশিয়া। সেরিভকা গ্রামের একটি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে মিসাইল ছোঁড়া হয়। ওই বিল্ডিংয়ে অন্তত ১৫২ জন ছিলেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেখান থেকে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আরও মানুষ আটকে রয়েছেন বলে অনুমান উদ্ধারকারীদের। ওডেসার স্থানীয় প্রশাসন আরও জানিয়েছে, দু’টি হলিডে ক্যাম্প লক্ষ করেও মিসাইল চালানো হয়েছে।

তিনটি মিসাইল হামলার ঘটনায় মোট মৃতের সংখ্যা ১৮। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮ জন। এখনও উদ্ধার কাজ চলছে বলে জানা গিয়েছে। কৃষ্ণ সাগরের দিক থেকে সোভিয়েত জমানার কেএইচ-২২ মিসাইল ছুঁড়ে হামলা চালিয়েছে রাশিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =