ভারত ও চিনের বাধা কারণে ইউক্রেনে পরমাণু হামলা চালাতে পারেনি রাশিয়া, দাবি আমেরিকার

ভারত এবং চিন (China) বাধা না দিলে ইউক্রেনের উপর পরমাণু অস্ত্র (Nuclear Weapons) প্রয়োগ করতেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। শনিবার এই মন্তব্য করা হল আমেরিকার (America) তরফে। এইসঙ্গে ইউক্রেন যুদ্ধের (Ukraine-Russia War) বর্ষপূর্তিতে ভবিষ্যতে পরমাণু হামলার আশঙ্কা প্রকাশ করেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন (Antony Blinken)।

সম্প্রতি ‘নিউ স্টার্ট’ চুক্তি ভাঙার কথা ঘোষণা করেছিলেন পুতিন। এই চুক্তি ছিল আমেরিকার সঙ্গে কৌশলগত পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত। এর পরই মস্কোর বিরুদ্ধে নতুন করে সরব হয়েছে আমেরিকা। ব্লিঙ্কিনের বক্তব্য, এই পদক্ষেপ পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা বাড়াচ্ছে। যদিও রাশিয়ার উপরে ভারত এবং চিনের ‘প্রভাব’ কূটনৈতিক বিশ্বের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি।

আগামী সপ্তাহেই জি-২০ (Z-20) বৈঠকে যোগ দিতে দিল্লি আসছেন জো বাইডেন সরকারের বিদেশ সচিব ব্লিঙ্কেন। তার আগে রাশিয়ার উপর ভারত ও চিনের প্রভাব সম্পর্কে তাঁর করা মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।

এক সাক্ষাৎকারে ব্লিঙ্কেন মন্তব্য করেন, ‘যে ভঙ্গিতে ইউক্রেন যুদ্ধ নিয়ে আগ্রাসন দেখাচ্ছিল মস্কো, তাতে পুতিন হয়তো পরমাণু বোমা ব্যবহার করতেন। ভারত এবং চিন বাধা না দিলে হয়তো এত দিনে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 4 =