রাত পাহারায় বড় বদল দিল্লি পুলিশে, নির্দেশিকা পাঠানো হল প্রতিটি থানায়

নির্ভয়া কাণ্ড থেকে নানা ঘটনার পর এবার অঞ্জলি কাণ্ড। সব কটি ঘটনাতেই সামনে উঠে এসেছে দিল্লি পুলিশের তরফ থেকে চরম গাফিলতির একটা ছবি। আর তা নিয়ে যে মুখ পুড়ছে রাজধানী দিল্লির তা মেনে নিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সনাও। সেই কারণে এবার দিল্লি পুলিশের তরফ থেকে নেওয়া হল এক কড়া পদক্ষেপ। রাত পাহারায় আনা হল এক বড় বদল। দিল্লি পুলিশের শীর্ষমহল থেকে এই মর্মে একটি নির্দেশিকাও পাঠানো হয়েছে রাজধানীর প্রতিটি থানায়। এই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, থানা ছাড়ার আগে সমস্ত স্টেশন হাউজ় অফিসার অর্থাৎ এসএইচও, জঙ্গিদমন শাখার আধিকারিক অর্থাৎ এটিও এবং তদন্তকারী ইনস্পেক্টররা ডেপুটি পুলিশ কমিশনারকে জানাবেন। ওই নির্দেশিকায় একইসঙ্গে এও জানানো হয়েছে, রাতে কর্তব্যরত অবস্থায় থাকলে সমস্ত ইনস্পেক্টর পর্যায়ের আধিকারিকদের অবশ্যই তাঁদের অবস্থান সম্পর্কে জানাতে হবে উচ্চতর আধিকারিক ডিসিপিকে। সঙ্গে এও জানানো হয়েছে, রাত ১২টা থেকে ভোর ৪টের মধ্যে কোন পুলিশ আধিকারিক কোথায় ছিলেন, সে সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। শুধু তাই নয়, ডিসিপি-র অনুমতি ছাড়া কোনও পুলিশ আধিকারিক বা কর্মী থানা ছাড়তে পারবেন না। দিল্লি পুলিশের তরফ থেকে এমন এক পদক্ষেপে অনেকেরই ধারনা, অঞ্জলি সিংহকে গাড়িচাপা দেওয়ার পর হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনার রাজধানীর নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে এবং দিল্লিবাসী যে এক আতঙ্কের মধ্যে রয়েছেন সেই কারণেই এমন এক কড়া পদক্ষেপ করা হল।

প্রসঙ্গত, বর্ষবরণের রাত শেষে প্রায় ২টো নাগাদ দিল্লির সুলতানপুরীতে অঞ্জলি সিংহকে ধাক্কা মারে একটি গাড়ি। এরপর ওই গাড়িটি তাঁকে ১৩ কিলোমিটার হিঁচড়ে নিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় জড়িত থাকা এবং অভিযুক্তদের বাঁচাতে সাহায্য করার অভিযোগে মোট সাত জনকে গ্রেপ্তারও করেছে দিল্লি পুলিশ। তবে সেখানেই ক্ষান্ত দিতে রাজি নন দিল্ল পুলিশ কর্তারা। রাজধানীতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দিল্লি পুলিশের কর্মী আধিকারিকদের আরও যে তৎপর হতে হবে তা স্পষ্ট এদিনের এই নির্দেশিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − nine =