চিন সহ ৫ দেশের বিমান যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট বাধ্যতাকমূলক জানালেন স্বাস্থ্যমন্ত্রী

চিন সহ দক্ষিণ কোরিয়া, হংকং, জাপান আর থাইল্যান্ডে কয়েকটি দেশে ইতিমধ্যে ভয়াবহ আকার নিয়েছে কোভিড। তাই ঝুঁকি এড়াতে এই সব দেশ থেকে আসা বিমানযাত্রীদের ক্ষেত্রে বিশেষ করোনা বিধি জারি করল ভারত। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানান, এবার থেকে প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর টেস্ট এই সব ধেশ থেকে আসা মানুষদের জন্য বাধ্যতামূলক।এদিকে  এদিন সকাল থেকে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া নজরদারিতে কোভিড টেস্ট শুরু হয় বলে সূত্রে খবর।

স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া সহল কয়েকটি দেশে ইতিমধ্যে উদ্বেগ বাড়িয়েছে ওমিক্রনের নয়া প্রজাতি। তাই ঝুঁকি এড়াতে বিদেশ ফেরত যাত্রীদের জন্য এদিন এই বিশেষ নির্দেশিকা জারি করলেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। কারও রিপোর্ট পজিটিভ এলে কোভিড প্রোটোকল মেনে তাঁকে সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইনেও রাখা হবে বলে জানান তিনি। প্রসঙ্গত, প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিং এবং কোভিড টেস্টের নির্দেশিকা আগেই জারি করেছিল স্বাস্থ্য মন্ত্রক। তারই জেরে  শনিবার সকাল থেকেই দিল্লি বিমানবন্দরে আন্তর্জাতিক বিদেশ ফেরত যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট শুরু হয়। এছাড়া বিমানে ওঠার আগে সকলেরই করা হয় থার্মাল স্ক্রিনিংও। কারও কোভিড উপসর্গ দেখা দিলে তাঁকে আইসোলেশনে পাঠানো হচ্ছে। এরই পাশাপশি বিদেশ ফেরৎ কোনও যাত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ এলে তাঁর নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষার জন্যও পাঠানো হচ্ছে বলে সূত্রে খবর। কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ভারতে ঢুকছে কিনা সেটা জানতেই কোভিড পজিটিভ রোগীরা নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এদিকে  জমায়েত এড়িয়ে চলা এবং সকলকে মাস্ক পরার বার্তাও বারংবার দেওয়া  হচ্ছে  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রেকর তরফ থেকে। এদিকে কোভিড আক্রান্তদের বিশেষভাবে প্রয়োজন হয় অক্সিজেনের। আর এই সমস্যআ দেখা দিয়েছিল কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়। দেশজুড়ে দেখা দিয়েছিল অক্সিজেনের ঘাটতি। ফের এমন ঘটনা যাতে না ঘটে, তার জন্য এখন থেকে বিশেষ পরিকাঠামো গঠনের নির্দেশ দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 9 =