নেতাজির স্বপ্ন এখনও অসম্পূর্ণ, তা পূরণ করতে হবে আমাদের: মোহন ভাগবৎ

‘ভারতের স্থান নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্ন এখনও অসম্পূর্ণ। তবে তাঁর স্বপ্ন পূরণ করতে হবে।‘ সোমবার নেতাজির ১২৬ তম জন্মবার্ষিকী তথা পারক্রম দিবেসে কলকাতার শহিদ মিনারে আরএসএস-এর এক সভায় এমনই এক বার্তা দিলেন আরএসএস-এর প্রধান মোহন ভাগবৎ। একইসঙ্গে আরএসএস প্রধান এও জানান, ‘নেতাজিকে স্মরণ করা আমাদের কর্তব্য। নেতাজির অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই হবে।‘ এই প্রসঙ্গে সংঘ প্রধান এও জানান, ‘প্রথমে তাঁরা আইন মেনেই স্বাধীনতার লড়াই করেছিলেন। কিন্তু পরে যখন নেতাজি দেখলেন সেই পথে কাজ হচ্ছে না, তখন তিনি সশস্ত্র পথ বেছে নেন। এই দুই রাস্তা আলাদা হতে পারে। কিন্তু গন্তব্য একই ছিল। নেতাজির দৃষ্টিভঙ্গিকে বুঝতে হবে। নেতাজির দেখানো গন্তব্যই আমাদের গন্তব্য়। আর আরএসএস-এ আমরা সেটাই করি।’ সঙ্গে এও মনে করিয়ে দেন, ‘ভারত বিশ্বে অবদান রাখতে পারে, এমন ভাবে তাকে তৈরি করাই ছিল সুভাষ বাবুর লক্ষ্য।‘

শুধু তাই নয়, এদিন মোহন ভাগবৎ তাঁর বক্তব্য রাখতে গিয়ে নেতাজি সম্পর্কে এদিন এও বলেন, ‘ ভাগ্য সহায় থাকলে উনিই আগে দেশ শাসন করতে পারতেন। নেতাজি যে কাজ করতেন, সংঘ সেই কাজ করে। নেতাজি যে সমৃদ্ধশালী দেশ দেখতে চেয়েছিলেন, সংঘও তাই চায়। কোনও গন্তব্যে যাওয়ার জন্য কখনও পথ সোজা হয়, কখনও কঠিন। কিন্তু গন্তব্য সর্বদা একটাই হওয়া উচিত।’ বিশ্বমঞ্চে ভারতের অবস্থান প্রসঙ্গে এদিন মোহন ভাগবত বলেন, ‘ভারত অমর রাষ্ট্র। ভারত গোটা বিশ্বকে ধর্ম শিখিয়েছে। এই ধর্মের মানে আলাদা। এই ধর্ম ন্যায়ের কথা। ভারত বিশ্বকে একতার শিক্ষা দেয়। সেই ভারত গড়ার দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। দুনিয়া ভারতের দিকে তাকিয়ে রয়েছে।‘

তবে এদিন সংঘ প্রধান তাঁর বক্তব্যে স্পষ্ট ভাষায় এও জানান, ‘আরএসএস ভোটে লড়ে না। আরএসএস নাম প্রচারের আশায় কাজ করে না। সমাজের সকলকে নিয়ে পথ চলে আরএসএস।‘ এরই রেশ ধরে এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে ভাগবতের স্পষ্ট বার্তা, ‘আমরা নির্বাচনে লড়তে আসিনি। আমাদের নামের দরকার নেই। আমরা সমাজের সকলকে কাজ করতে এসেছি।’ এরই পাশাপাশি মোহন ভাগবৎ এও জানান ‘নেতাজি সমষ্টি জন্য ভাবতে বলেছিলেন। ব্যক্তির জন্য ভাবতে বলেননি। এটাই ভাবতে হবে আমাদের। যে যেখানেই কাজ করছেন, সংঘবদ্ধ হয়ে একজোট হয়ে কাজ করতে হবে। ব্যক্তির স্বার্থে নয়, দেশের স্বার্থে কাজ করাই লক্ষ্য। দেশের কথা ভুলে ব্যক্তি উন্নতির কথা ভাবলে সর্বনাশ।’ সংঘ প্রধানের এই বক্তব্য শুনে অনেকেরই ধারনা, আরএসএস-এর বিরুদ্ধে হিন্দত্ববাদী তত্ত্ব প্রচার এবং অহিন্দুদের ভাবাবেগকে সম্মান না করার প্রায়শই অভিযোগ করে বিরোধীরা। সেই ভাবমূর্তি বদলাতেই হয়তো এদিন এমন বার্তা দিলেন সংঘপ্রধান।

এদিকে এদিনের অনুষ্ঠানের শুরুতেই সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধা নিবেদন করে সংঘের তৈরি গান গাওয়া হয়। এদিকে নেতাজির জন্মদিন পালনে এ দিন সকাল থেকেই বিজেপি নেতাদের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। এই অনুষ্ঠানে অংশ নেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরও অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =