জেল থেকে জেলা হাসপাতালে রুটিন শারীরিক পরীক্ষা, ৯ কেজি ওজন কমল ‘কেষ্ট’র

আসানসোল: দুর্গাপুজো থেকে কালীপুজো, দীপাবলি, সবই জেলের চোরা কুঠুরিতেই কেটেছে। ভবিষ্যৎ কি? কতদিনই বা জেলের অন্ধকারে থাকবেন, তা এখনও অজানা। বীরভূমের দোর্দন্ডপ্রতাপ তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের রোজনামচা এখন আসানসোল সংশোধনাগারেই। গোরুপাচার মামলায় সিবিআই এর জালে বন্দি অনুব্রত মণ্ডলকে মঙ্গলবার আসানসোল জেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয়। সূত্র মাফিক জানা গিয়েছে, ওজন কমেছে কেষ্টর। ১১০ কেজি থেকে কমে ওজন দাঁড়িয়েছে ১০১ কেজিতে, অর্থাৎ গত কয়েক মাসে মোট ৯ কেজি ওজন কমেছে এই তৃণমূল নেতার। শেষবার গত ২৫ অগস্ট তার স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল আসানসোল জেলা হাসপাতালে। সেই সময় তার ওজন ছিল ১১০ কেজি। জেলা হাসপাতালে ভিআইপি বন্দির আগমন উপলক্ষে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। গোটা হাসপাতাল চত্বরে ছয়লাপ ছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নিরাপত্তারক্ষীরা। ডা: নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে চার বিশেষজ্ঞ চিকিৎসকের টিম এদিন অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করেন। জেলা হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস জানান যে এটা রুটিন চেকআপ। জেলে যে মেডিক্যাল টিম রয়েছে সেই ডাক্তাররাই জানিয়েছিল যে বিশেষজ্ঞ ডাক্তার ও সার্জেনের কাছে অনুব্রতকে একবার দেখিয়ে নেওয়া হোক। তাদের কথামতোই এদিন অনুব্রতর শারীরিক পরীক্ষা করা হয়। উল্লেখ্য বেশ কিছু ক্রনিক অসুখ রয়েছে অনুব্রতর। যে কারণে তাকে নিয়মিত নানান ওষুধ খেতে হয়। সুপার জানান যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, নতুনভাবে কোনও জটিলতা নেই। তিনি পুরনো যা যা ওষুধ খাচ্ছিলেন সেগুলোই এখন চলবে। তবে ওজন কমার বিষয়টি সুপার জানেন না বলেই সংবাদমাধ্যমের কাছে মন্তব্য করেন। আগামী ২৯ অক্টোবর অনুব্রত মণ্ডলের ফের আদালতে শুনানি রয়েছে। তার আগে একবার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =