নিজস্ব প্রতিবেদন, বিষ্ণুপুর: ভোট পরবর্তী হিংসার কথা মাথায় রেখে ইন্দাসে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী।
ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসের অভিযোগ উঠে এসেছে। বহু মানুষকে পঞ্চায়েত নির্বাচনে প্রাণ হারাতে হয়েছে। ভোট মিটলেও সেই ধারা অব্যাহত রয়েছে বলে দাবি। অভিযোগ, ভোট পরবর্তী হিংসাও ঘটেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আর সেই অভিযোগের কথা মাথায় রেখেই বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত আকুই এক নম্বর অঞ্চলে মঙ্গলবার রুটমার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিন আকুই এক নম্বর অঞ্চলের বিভিন্ন প্রান্তে এই রুটমার্চ করা হয়। ভোট পরবর্তী হিংসার কথা মাথায় রেখেই এই রুটমার্চ প্রশাসনের। প্রশাসনের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।
মলয় পাল নামে এক ব্যক্তি জানান, ভোট পরবর্তী হিংসা রুখতে কেন্দ্রীয় বাহিনীর তরফে রুটমার্চ করা হল। প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।