নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: ৮ জুলাই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। জেলায় জেলায় পুলিশ আধিকারিকদের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করছে। সেই মতো সোমবার পূর্ব বর্ধমান জেলায় প্রথম বর্ধমান শহরে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করল খাগড়াগড় এলাকায়। পাশাপাশি কেষ্টপুর ও সড়াইটিকর এলাকাতেও রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ছিলেন ডিএসপি ট্র্যাফিক রাকেশ চৌধুরী এবং বর্ধমান সদর থানার আইসি সুখময় চক্রবর্তী। এদিন গোটা খাগড়াগড় এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহলদারি চালায়। ডিএসপি ট্র্যাফিক রাকেশ চৌধুরী এবং বর্ধমান সদর থানার আইসি সুখময় চক্রবর্তী কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। যে কোনও রকম অপ্রীতিকর ঘটনায় পুলিশ প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ জানান সাধারণ মানুষের কাছে। তাঁরা এও জানান, পঞ্চায়েত ভোটে কোনও ভয়ের কারণ নেই, পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে আছে।