নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: বুটের আওয়াজ জানান দিচ্ছে দোরগোড়ায় ভোট। শনিবার সকাল সকাল বাড়ির সামনে দিয়ে আধাসেনা জওয়ানদের বুটের আওয়াজেই বর্ধমান শহরের মানুষ বুঝতে পেরে গিয়েছেন ভোটের আর বেশি দেরি নেই।
শুক্রবার সন্ধ্যায় বর্ধমানে ঢুকেছে দুই কোম্পানি আধাসেনা জওয়ান। যার মধ্যে এক কোম্পানি পাঠানো হয়েছে কাটোয়ায় আর এক কোম্পানি রয়েছে বর্ধমান শহরে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ধমানের গোলাপবাগ ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়। শনিবার সকাল সকাল বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় রুটমার্চ করেন জওয়ানরা। এদিন লক্ষ্মীপুর মাঠ, রেললাইন ধার, মেহেদিবাগান দুর্গা মন্দির, বাদশাহী রোড জিটি রোড সহ বিভিন্ন জায়গায় চলে রুট মার্চ। গত পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত এলাকায় হিংসার ঘটনা ঘটেছিল বলে দাবি, সেই সমস্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন জওয়ানরা।
এদিন তাঁরা সাধারণ মানুষকে নিশ্চিন্তে নির্ভয়ে ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার কথা বলেন। রাজ্যের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে কমিশনের টিম পশ্চিমবঙ্গে আসার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী।