সূর্যের চারপাশে গোলাকার রামধনু

নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: সূর্যের চারপাশে ওটা কী? দেখতে হঠাৎ করেই রাস্তার ওপর দাঁড়িয়ে পড়েন পথচলতি মানুষ। আকাশের দিকে তাকাতেই দেখা যায়, সূর্যের চারপাশে গোল আকারের বড় একটা রামধনু। সকাল ১১টা নাগাদ দেখা গেলেও যত সময় পার হয় ততই কমতে থাকে বলয়ের আকার।
স্থানীয়দের দাবি, গত কয়েক বছর আগে দেখা গিয়েছিল এমনই একটি বলয় দুর্গাপুরের আকাশে। তবে এবার কাঁকসার আকাশে বেশ বড় আকৃতির বলয় নজরে আসে। বিশেষজ্ঞদের দাবি, বর্ষাকালেই মাঝেমধ্যেই রামধনুর দেখা মেলে আকাশে। পুরোটাই হয় প্রতিবিম্বের কারণে। তবে বেশ কিছুদিন ধরে আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে। কখনও বৃষ্টি, আবার কখনও রোদ। ভাসমান মেঘ থেকেই এই গোল আকৃতির রামধনুর সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − ten =