নিজস্ব প্রতিবেদন, অণ্ডাল: ছোট থেকে বড়, পড়াশোনা থেকে দৈনন্দিন কাজের চাপে অনেকেই হয়ে পড়ছেন হতাশাগ্রস্ত। হচ্ছেন মানসিক ও স্নায়ু রোগে আক্রান্ত। মানসিক ও স্নায়ু রোগে আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল ইন্টারন্যাশনাল রোটারি ক্লাব। এর জন্য তৈরি করা হবে একটি মেন্টাল হসপিটাল। সেই হাসপাতালে চিকিৎসার পাশাপাশি থাকবে কাউন্সিলিংয়ের ব্যবস্থাও। যা আক্রান্তকে সুস্থ করে তুলতে সাহায্য করবে।
মঙ্গলবার রোটারি ক্লাব অফ উখড়ার ডিস্ট্রিক গভর্নর ভিজিট অনুষ্ঠানে এ কথা জানান সংস্থার ডিস্ট্রিক গভর্নর নীলেশ কুমার আগরওয়াল। অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ উখড়ার সভাপতি বিশাললাল সিং হান্ডে সহ সংস্থার অন্যান্য পদাধিকারিক ও সদস্যরা। নীলেশবাবু জানান, মেন্টাল হসপিটাল গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও আকাঙ্ক্ষা ভাস্করের সঙ্গে। উনি হাসপাতালের জন্য সরকারি জমির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন। হাসপাতালের বিষয়টি নিয়ে কলকাতার বাঙুর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা হয়েছে। ওনারা সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন। সবকিছু ঠিকঠাক চললে আগামী দু’-তিন বছরের মধ্যেই এই হাসপাতালটি করে উঠবে বলে জানান নীলেশবাবু।