কলকাতা : রোটারি ডিস্ট্রিক্ট ৩২৯১-এর অন্যতম শীর্ষ ক্লাব রোটারি সেন্ট্রাল কলকাতার ৪২তম ইনস্টলেশন অনুষ্ঠান রবিবার, ৬ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়।
এই দিনে ক্লাবের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রোটারিয়ান সিএ সতীশ জালান, যিনি দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের কস্ট অ্যাকাউন্টেন্সি ও চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষার জন্য প্রস্তুত করে থাকেন। ক্লাব সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেন অভিষেক আগারওয়াল। তাঁরা রোটারিয়ান আলকা গণেরিওয়ালার কাছ থেকে ক্লাবের নেতৃত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর ডঃ রমেন্দু হোম চৌধুরী এবং গেস্ট অফ অনার ছিলেন সিএ রাকেশ সোমানি, যিনি ইউরেকা স্টক অ্যান্ড শেয়ার ব্রোকিং সার্ভিসের নির্বাহী পরিচালক।
নতুন নেতৃত্ব তাঁদের পরিকল্পিত বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন—যার মধ্যে রয়েছে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্লাস্টিকের ব্যবহার না করার আহ্বান, সারা বছর ধরে স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা সংক্রান্ত ক্যাম্প, হৃদরোগ প্রতিরোধ ও তাৎক্ষণিক সাড়া দেওয়ার সিস্টেম গড়ে তোলা ইত্যাদি।
অনুষ্ঠানে অনেক সদস্য রোটারি ফাউন্ডেশনে $১০০০ ডলার অনুদান দেন বিশ্বব্যাপী ইতিবাচক প্রভাব তৈরির লক্ষ্যে। পাশাপাশি প্রত্যেক সদস্য কমপক্ষে $১০০ ডলার অনুদানের অঙ্গীকার করেন ক্লাবের প্রকল্পগুলির জন্য।
নতুন প্রেসিডেন্ট এবং তাঁর দলের “সেলফের ঊর্ধ্বে সেবা” এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে আগামী দিনের সেবামূলক কর্মকাণ্ডের অঙ্গীকার অনুষ্ঠানে উপস্থিত সবাইকে উজ্জীবিত করে তোলে।

