তিনি মাঠে থাকা এবং না থাকার মধ্যে যে বিস্তর পার্থক্য, তা বোঝা গেল আরও একবার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল সাদের কাছে ২-১ গোলে হার মানল আল নাসের। আল নাসেরের প্রথম একাদশে যদি সিআর সেভেন থাকতেন, তাহলে হয়তো খেলার ফলাফলটাই অন্যরকম হত।
স্টেডিয়ামে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু তিনি মাঠেই নামেননি। গ্যালারিতে বসে দলের হার দেখলেন। ৩৯ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা দেখিয়ে দিলেন তিনি কতটা দামি।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় আগেই পৌঁছে গিয়েছিল আল নাসের। সেই কারণেই রোনাল্ডোকে বিশ্রাম দেওয়া হয়েছিল। গ্যালারিতে বসে তিনি দলের খেলা দেখলেন। পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে আল নাসের। কিন্তু তবুও ম্যাচটা হারতে হল সৌদির ক্লাবকে।
৫৩ মিনিটে আক্রম আফিফ গোল করে আল সাদকে এগিয়ে দেন। ৮০ মিনিটে রোমেইনের আত্মঘাতী গোলে সমতা ফেরায় আল নাসের। কিন্তু খেলার একেবারে শেষ লগ্নে পেনাল্টি থেকে গোল করে আল সাদকে জেতান আদম।
২০১১ সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল আল সাদ। এবারও প্লে অফে উঠেছে তারা। দু’টি গ্রুপ থেকে আটটি করে মোট ১৬টি দল প্লে-অফ খেলবে। প্রতিটি গ্রুপে রয়েছে ১২টি করে দল। তৃতীয় স্থানে রোনাল্ডোর আল নাসের।

