আমেরিকার দুটি ফুটবল ক্লাবের মালিকানায় যুক্ত হলেন রোনালদিনহো

নিউইয়র্ক : ২০০২ বিশ্বকাপজয়ী ও ২০০৫ ব্যালন ডি’অর জয়ী ব্রাজিলের ফুটবল তারকা

রোনালদিনহো আমেরিকার দুটি ফুটবল ক্লাবের মালিকানায় যুক্ত হয়েছেন।

সাউথ ক্যারোলিনাভিত্তিক গ্রিনভিল ট্রায়াম্ফ ও গ্রিনভিল লিবার্টি শনিবার এক যৌথ বিবৃতিতে ক্লাব দুটির মালিকানা দলে (ওনারশিপ গ্রুপ) তাঁর অন্তর্ভুক্তির খবর দিয়েছে।

গ্রিনভিল ট্রায়াম্ফ খেলে ইউনাইটেড সকার লিগের লিগ ওয়ানে, যা আমেরিকার ছেলেদের ফুটবলের তৃতীয় স্তর। আর গ্রিনভিল লিবার্টি

খেলে মেয়েদের বিভাগে। তবে এটি এখনো ইউএস সকার ফেডারেশনের অনুমোদন পায়নি।

দুই ক্লাবের মালিকানার অংশ হিসেবে বুধবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের নথিতে সই করেছেন রোনালদিনহো। তবে কত অংশ বা মালিকানাবাবদ কত টাকা খরচ করেছেন তিনি, তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =