একে উৎসবের আমেজ। তার উপর পুজোর মরসুমে রয়েছে বিশ্বকাপ। এ বার তিলোত্তমাবাসীদের জন্য সুখবর। দুর্গাপুজোয় কলকাতায় আসছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহো। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, অক্টোবরে কলকাতায় আসবেন রোনাল্ডিনহো গাউচো। এ বার সেই খবরে খোদ সিলমোহর দিলেন রোনাল্ডিনহো। ৪৩ বছর বয়সী ব্রাজিলিয়ান সুপারস্টার জানিয়েছেন, চলতি মাসেই কলকাতাতে আসবেন তিনি। দুর্গাপুজোর সময় কলকাতায় এসে কী কী করবেন রোনাল্ডিনহো, সেই ব্যাপারেও নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। এর আগে কলকাতায় এসেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তিলোত্তমা দর্শন পেয়েছে আর্জেন্টাইন কিংদবন্তি দিয়েগো মারাদোনার। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির পা-ও পড়েছে কলকাতায়। চলতি বছরে ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তর উদ্যোগে কলকাতায় এসেছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এ বার ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তর উদ্যোগে কলকাতায় আসছেন ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডিনহো। ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডিনহো ফেসবুকে জানিয়েছেন, অক্টোবরে তাঁর আসন্ন কলকাতা সফরের কথা। তিনি লিখেছেন, ‘আমি এই প্রথম বার কলকাতা সফরে যাব। অক্টোবরের মাঝামাঝি সময়ে যাচ্ছি।’ রোনাল্ডিনহো জানিয়েছেন, কলকাতায় এসে তিনি একাধিক চ্যারিটি অনুষ্ঠানে যোগ দেবেন। যেহেতু দুর্গাপুজোর সময় তিনি কলকাতায় আসছেন, তাই তাঁর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আহিরীটোলা যুবকবৃন্দ, বারুইপুর, গ্রিন পার্ক ও রিষড়ার পুজোমন্ডপে যাবেন। এখানেই শেষ নয়। রোনাল্ডিনহো ডায়মন্ড হারবার এফসি মাঠে একটি চ্যারিটি ফুটবল ম্যাচে খেলবেন। রোনাল্ডিনহো জানিয়েছেন, স্পনসরদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। কলকাতায় যে প্রচুর ব্রাজিল সমর্থক রয়েছেন, তা জানেন বলেছেন রোনাল্ডিনহো। তাঁদের সঙ্গেও দেখা করার আশ্বাস দিয়েছেন তিনি। একইসঙ্গে রোনাল্ডিনহো জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তিনি জার্সি তুলে দিতে চান। এবং ক্রিকেটের জনপ্রিয়তা সম্পর্কে তিনি অবহিত। তাই বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে তিনি শিখতে চান ক্রিকেট। এ বারের দুর্গাপুজোয় কলকাতায় সাম্বা ম্যাজিক দেখাতে চান রোনাল্ডিনহো।