কলকাতায় মেসির সামনে রোনাল্ডিনহো!

বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছে, দুর্গাপুজোর সময় কলকাতায় আসতে পারেন ফুটবল তারকা। নানা অনুমানও করা হচ্ছে। এর আগে পেলে থেকে মারাদোনা, লিও মেসির মতো অনেক কিংবদন্তির পা পড়েছে কলকাতায়। ফলে এমনটা নতুন নয়। এখনও অবধি নিশ্চিত না হলেও রোনাল্ডিনহোকে আনার চেষ্টা চলছে, এমনটাই জানিয়েছেন শতদ্রু দত্ত। কিছুদিন আগেই বিশ্বজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে কলকাতায় এনেছিলেন। এ বার রোনাল্ডিনহোর জন্য চেষ্টা চালাচ্ছেন, এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই উদ্যোগপতি। শতদ্রু দত্ত জানিয়েছেন, ‘অনেক জায়গাতেই অনেক রকম খবর ছড়াচ্ছে। কলকাতায় কে আসবে, এই নিয়ে নানা জল্পনা। আপাতত এটুকু বলতে পারি, রোনাল্ডিনহোর ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। ওই রোনাল্ডিনহোর ম্যানেজার। পুজোর আগে রোনাল্ডিনহোকে আনার একটা পরিকল্পনা চলছে।’ পুরোটাই যে এখনও আলোচনার পর্যায়ে রয়েছে, তাঁর বক্তব্যতেই পরিষ্কার। রবার্তো দে আসিস মোরেরা প্রাক্তন ফুটবলার। রোনাল্ডিনহোর ভাই। ম্যানেজার তথা এজেন্টও। শতদ্রু দত্ত আরও বলেন, ‘আমরা এখন শেষ পর্যায়ের আলোচনায় রয়েছি। মূলত দিন-ক্ষণ নিয়েই আলোচনা চলছে। আমি চাইছি ১৬, ১৭, ১৮ অক্টোবর। রোনাল্ডিনহোরও কিছু কমিটমেন্ট রয়েছে। সে কারণেই তারিখ নিয়ে আলোচনা চলছে। কলকাতায় উৎসবের মেজাজ পুরোপুরি শুরু হওয়ার আগেই তাঁকে আনতে চাইছি।’ তিন দিনের সফরে এলেও ঠাসা সূচি থাকতে পারে রোনাল্ডিনহোর। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই ক্লাবেই যেতে পারেন ব্রাজিলিয়ান তারকা। পাশাপাশি তাঁকে কিছুটা সময় খেলতেও দেখা যেতে পারে। ভাবনা রয়েছেন, নরেন্দ্রপুর গ্রিনপার্ক দুর্গা পুজো মণ্ডপে তাঁকে নিয়ে যাওয়ার। এই ক্লাবে কাতার বিশ্বকাপ ফাইনালের ভেনু লুসেইল স্টেডিয়ামের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। আর এই মণ্ডপে লিও মেসির বিশাল কাটআউট থাকার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − eleven =