মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রোনাল্ডিনহো

ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার রোনাল্ডিনহো সোমবার শহরের বেশ কিছু পুজো ঘুরে দেখেন। এদিন বিকেলে কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। শারীরিক অসুস্থতার মধ্য়েও বাড়ির বাইরে এসে কিংবদন্তী ফুটবলারকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু, ফিরহাদ হাকিম প্রমুখ । মুখ্যমন্ত্রী ব্রাজিলিয়ান ফুটবল তারকাকে উত্তরীয় পড়িয়ে স্বাগত জানান । এছাড়া একটি ফুটবলও উপহার হিসেবে রোনাল্ডিনহোর হাতে তুলে দেন তিনি। কলকাতার বিভিন্ন ক্লাবকর্তারা জার্সিও উপহার দেন ব্রাজিলিয়ান সুপারস্টারকে। প্রায় ১৮ মিনিট মুখ্যমন্ত্রীর বাড়িতে ছিলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা। এর আগে সকালে তিনি দমকল মন্ত্রী সুজিত বসুর পুজো নামে পরিচিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যান। সেখানে তাঁকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। উত্তর কলকাতার আহিরিটোলা যুবক বৃন্দের পুজোতেও যান রোনাল্ডিনহো। রাতেই তাঁর নরেন্দ্রপুর ও বারুইপুরের বেশ কিছু পুজো পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

গত কয়েকদিনের মতো সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একাধিক পুজোর উদ্বোধন করেছেন । সমাজসেবী সঙ্ঘ, হিন্দুস্তান পার্ক, একডালিয়া এভারগ্রিন, গোলপার্ক সার্বজনীন, ভবানীপুর অবসর সহ দক্ষিণ কলকাতার একাধিক সেরা পুজো তাঁর উদ্বোধনের তালিকায় ছিল। প্রয়াত বর্ষিয়ান রাজনীতিক, রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত একডালিয়া এভারগ্রিনের পুজো উদ্বোধন করে মুখ্য়মন্ত্রী জানান, সুব্রত মুখোপাধ্যায়ের নামে শহরের একটি রাস্তার নাম করণ করা হবে। আজ পুজো উদ্বোধনের সঙ্গে সঙ্গেই মুখ্য়মন্ত্রী রাজ্য সরকারের নিজস্ব অ্যাপ ক্যাব পরিষেবা যাত্রী সাথীরও উদ্বোধন করেন। ২৭ অক্টোবর দুর্গাপুজোর কার্নিভালে সকলের সঙ্গে দেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী কালও তাঁর বেশ কিছু পুজোর উদ্বোধনের কর্মসূচি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =