সাদা জার্সিতে রোহিত-জমানার ইতি

সাদা জার্সির উপর বিসিসিআইয়ের লোগো দেওয়া ব্লেজ়ার চাপিয়ে আর টস করতে নামবেন না রোহিত শর্মা হঠাৎ করে রোহিত হয়ে গেলেন দেশের প্রাক্তন টেস্ট অধিনায়ক! এ বার ভারতীয় টেস্ট ক্রিকেটে রোহিত-যুগের অবসান। কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল যে, এ বার রোহিত শর্মাকে আর হয়তো ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে দেখা যাবে না। উঠে আসছিল তাঁর অবসরের কথাও। বুধ-সন্ধেয় হঠাৎ করে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত। তাঁর এই আচমকা অবসরের সিদ্ধান্তে ক্রিকেট মহলে বলাবলি শুরু হয়েছে যে, চাপের মুখে পড়েই টেস্ট ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেন রোহিত। এই পরিস্থিতিতে এক ঝলকে দেখে নিন টেস্টে কেমন ছিল রোহিতের কেরিয়ার।

টেস্ট ক্রিকেটে রোহিতের পথচলা শুরু ক্রিকেটের নন্দনকাননে। ২০১৩ সালের ৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবার ভারতের সাদা জার্সি গায়ে খেলতে নেমেছিলেন রোহিত। টেস্ট ডেবিউ ম্যাচে ৩০১ বলে ১৭৭ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছিলেন রোহিত। হয়েছিলেন ম্যাচের সেরাও। এরপর দেশের হয়ে খেলেছেন আরও ৬৬টা টেস্ট। মোট ৬৭টি টেস্টে রোহিত করেছেন ৪৩০১ রান। সর্বাধিক ২১২ রান। সেই ইনিংস আজও ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে স্মরণীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =