কোভিডকে হারিয়ে মাঠে ফিরলেন রোহিত, শুরু করে দিলেন অনুশীলন

কোভিডকে হারিয়ে সুস্থ রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের কোভিড রিপোর্ট নেগেটিভ আসায় তাঁর নিভৃতবাস কেটেছে। এতদিন হোটেলের ঘরে বন্দি ছিলেন ‘হিটম্যান’। ফের নেমে পড়লেন মাঠে। নেটে অনুশীলন শুরু করে দিয়েছেন রোহিত। নেটদুনিয়ায় সেই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। আগামী ৭ জুলাই (বৃহস্পতিবার) সাউদাম্পটনের রোজ বোলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ ভারতের।

সেই ম্যাচে রোহিত খেলছেন, তা এখনই বলে দেওয়া যায়। তিন ম্যাচের টি-২০ সিরিজ শেষ হলেই দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। রোহিত এজবাস্টনে টেস্টে খেলতে পারেননি। এখন তাঁর ফোকাস সাদা বলের ক্রিকেটে।

তিন ফরম্যাটে ভারতীয় দলের ক্যাপ্টেন করোনা আক্রান্ত হওয়ায় চলতি এজবাস্টন টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন। ৩৫ বছরের ক্রিকেটারের তিনবারই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল।এজবাস্টন টেস্টের আগে লেস্টারশায়ারের বিরুদ্ধে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত। সেই ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করেছিলেন রোহিত। ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল। তবে শুভমন গিলের সঙ্গে ওপেন করতে যাননি ভারতের অধিনায়ক। তখন থেকেই রোহিতের অনুপস্থিতি নিয়ে জল্পনা বাড়তে থাকে। পরে জানা যায় রোহিতের শরীরে বাসা বেঁধেছে মারণ ভাইরাস। রোহিতের বদলে অধিনায়কত্বের ব্যাটন ওঠে জসপ্রীত বুমরার হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 10 =