হাঁফ ছেড়ে বাঁচলেন রোহিত, বুমরার প্রসঙ্গে অকপট ভারতীয় অধিনায়ক

অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপের আগে ফাইনাল টাচ-আপ দেবে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা অ্যান্ড কোং নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট খেলে ঝালিয়ে নেবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত খেলবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। প্রোটিয়াদের বিরুদ্ধে ভারত তিন ম্যাচের টি-২০ ও সমসংখ্যক ম্যাচের ওয়ানডে ম্যাচ খেলবে। মঙ্গলবার অর্থাৎ ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অজিদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। তার আগে রবিবার অর্থাৎ আজ সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন অধিনায়ক রোহিত। চোট-আঘাত সারিয়ে দলে প্রত্যাবর্তন করেছেন ভারতের এক নম্বর জোরে বোলার জসপ্রীত বুমরা। সতীর্থকে পেয়ে যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন রোহিত।

সাংবাদি বৈঠকে অকপট সে কথা স্বীকার করে নিলেন। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরেই ভারত টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। বুমরার অভাব হাড়েহাড়ে টের পেয়েছে ভারত। রোহিত এদিন বলছেন, ‘বুমরা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার। বিগত কয়েক বছর ও যেভাবে খেলেছে, অসাধারণ বললেও কম বলা হয়। ও অ্যাটাকিং বোলার। ওর মতো কেউ দলের সঙ্গে না থাকলে, ভাল হয় না। বুমরাকে ফিরে পেয়ে ভাললাগছে। আশা করব ও ফিট থাকবে এবং যতটা জোরে পারবে বল করবে। সাধারণত ও যেটা করে থাকে। ‘ ২৮ বছরের বুমরা দেশের জার্সিতে শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে খেলেছেন। এরপর ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে সফরে তিনি ছিলেন না। চোটের জন্য খেলতে পারেননি এশিয়া কাপও। অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেই নেট প্র্যাকটিস সেরে নেবেন। অজিদের বিরুদ্ধে ভারতের পেস বিভাগে বুমরার সঙ্গে রয়েছেন ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও হর্ষল প্যাটেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − eleven =