এশিয়া কাপ থেকে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি ২০ সিরিজ। একটা সমস্যা কিছুতেই মিটছে না। স্লগ ওভার বোলিং। এশিয়া কাপে ফাইনালে উঠতে ব্যর্থ ভারত। তার অন্যতম কারণ স্লগ ওভার বোলিং। জসপ্রীত বুমরা, হর্ষল প্যাটেলকে চোটের কারণে এশিয়া কাপে পাওয়া যায়নি। অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার নতুন বলে ভরসা দিয়েছেন। স্লগ ওভারে ডুবিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ ভারত জিতলেও সমস্যা মেটেনি। মোহালিতে প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে ২০৮ রানের বিশাল স্কোর গড়ে ভারত। তারপরও হার। একটা সময় ভারত ম্যাচে ফিরলেও স্লগ ওভারে ম্যাচ ছিনিয়ে নেন ম্যাথিউ ওয়েড। শেষ তিন ওভারে ৫৩ রান করে অস্ট্রেলিয়া। ৪ উইকেটে ম্যাচ জেতে।
মোহালিতে প্রথম ম্যাচে বুমরাকে খেলানো হয়নি। তবে ছিলেন স্লগ ওভার বিশেষজ্ঞ হর্ষল প্যাটেল। নাগপুরে বৃষ্টি এবং ভেজা মাঠের কারণে ৮ ওভারের ম্যাচ হয়। তাতেও শেষ তিন ওভারে ৪৪ রান করে অস্ট্রেলিয়া। হায়দরাবাদে তৃতীয় ম্যাচে ১৫ ওভারে ১২৩-৬ থেকে ২০ ওভারে ১৮৬ অবধি পৌঁছায় অস্ট্রেলিয়া। ভারত ম্যাচ জিতলেও যা চিন্তার বিষয়। স্লগ ওভার বোলিং সমস্যা স্বীকার করে নিলেন অধিনায়ক রোহিত শর্মাও। টি ২০ বিশ্বকাপের বাকি এক মাসেরও কম সময়। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ রয়েছে। সুতরাং, বোলিং কম্বিনেশন সমস্যা মেটানোর জন্য সময় খুব কম, অধিনায়কও জানেন। ম্যাচ শেষে রোহিত বলেন, ‘অনেক বিষয়েই উন্নতি করতে হবে আমাদের। বিশেষ করে স্লগ ওভার বোলিং। হর্ষল এবং বুমরা সবে চোট থেকে ফিরেছে।
অস্ট্রেলিয়ার মিডল ও লোয়ার অর্ডারের বিরুদ্ধে বোলিং সহজ নয়। সেটা বুমরা-হর্ষলদেরও জানা ছিল। সুতরাং, ওদের পারফরম্যান্স নিয়ে এখনই ভাবছি না। ওদের একটু সময় দিতে হবে। আমি নিশ্চিত, দ্রুতই সেরা ছন্দে পাওয়া যাবে ওদের।’ এ বছর টি ২০ ফরম্যাটে সব মিলিয়ে ২১ ম্যাচ জয়। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে পিছিয়ে থেকেও ২-১ জয়। দলের সার্বিক পারফরম্যান্সে খুশি রোহিত শর্মা। অধিনায়ক বলছেন, ‘আমরা এই সিরিজে ছাপ ফেলতে চেয়েছিলাম। সার্বিকভাবে ভালো ফল করেছি। সবচেয়ে ইতিবাচক দিক, প্রতি ম্যাচেই কেউ না কেউ ভালো পারফর্ম করেছে। বোলিংয়ের ক্ষেত্রেই হোক কিংবা ব্যাটিং। এই বিষয়টা টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দেয়। কখনও অনেক দিক থেকে ভুল হতে পারে। টি ২০ ক্রিকেটে ভুলের পরিমাণ যত কম হবে, ততটাই ভালো। আমরা সাহসী ক্রিকেট খেলেছি। যে টুকু সুযোগ কাজে লাগানো প্রয়োজন ছিল, লাগিয়েছি। সব ক্ষেত্রেই সাফল্য আসবে তা নয়। এই সিরিজ থেকেও আমরা শিক্ষা নেব।’