জল্পনা ছিল। সেটাই সত্যি হল। সিডনি টেস্টে ‘বিশ্রাম’ এ ভারত অধিনায়ক রোহিত শর্মা। দলকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। ঋষভ পন্থকে নিয়ে জল্পনা থাকলেও তিনি দলে আছন। এদিকে, সিডনি টেস্টে রোহিতের জায়গায় দলে ফিরেছেন শুভমান গিল। আর চোটের জন্য ছিটকে যাওয়া আকাশ দীপের জায়গায় দলে এলেন প্রসিধ কৃষ্ণা। ভারতীয় দলে এই দুটি হল বদল। রোহিত ‘বাদ’ পড়লেন একথা টস করতে নেমে জানাননি বুমরা। বলেছেন রোহিত বিশ্রামে। তাঁর বদলে দলে এলেন শুভমান। বৃহস্পতিবারই প্রায় স্পষ্ট হয়ে গিয়েছিল যে, রোহিত সিডনি টেস্ট খেলবেন না। শুক্রবার সকালে বুমরা ব্লেজার পরে মাঠে নামতেই স্পষ্ট হয়ে যায় সেটা। ভারতীয় পেসারই সিডনিতে নেতৃত্ব দেবেন দলকে। প্রথম টেস্টেও তিনিই নেতৃত্ব দিয়েছিলেন দলকে। সেই ম্যাচে খেলেননি রোহিত। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য ভারতে ছিলেন তিনি। বাকি তিনটে টেস্ট খেললেও রান পাননি। আর শুক্রবার রোহিত সিডনিতে থাকলেও খেলবেন না। তাঁর অবসর নিয়ে তুঙ্গে উঠল জল্পনা। সিডনিতে টস জিতে ভারত শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। রোহিত ‘বিশ্রামে’ থাকায় ওপেনে ফিরলেন রাহুল। তিনে খেলতে দেখা যাবে গিলকে। আর চলতি বর্ডার গাভাসকার ট্রফিতে প্রথমবার প্রথম একাদশে এলেন প্রসিধ কৃষ্ণা। ভারত দুই স্পিনার সুন্দর ও জাদেজাকে খেলাচ্ছে। প্রসঙ্গত, এই টেস্ট জিততেই হবে ভারতকে। তবেই সিরিজ হবে ২,২। না হলে ১২ বছর পর অস্ট্রেলিয়া জিতে নেবে বর্ডার গাভাসকার ট্রফি।