৪ ছক্কায় হাফসেঞ্চুরি করে আউট রোহিত

সেই বিখ্যাত হাসি হেসে ক্রিস গেইল কবে বলবেন, ‘যোগ্য হাতেই গেল আমার রেকর্ড!’ রবিবারের ছুটি ভেঙে টুইট করতে হতে পারত গেইলকে! হবে না কেন, হিটম্যান তেতে ছিলেন যে! নাসিম শাহর তীক্ষ্ণ ইনসুইংটা কি অহং জাগিয়ে দিয়ে গিয়েছিল রোহিত শর্মার ? শুধু ওই একটা বল নয়, প্রায় ব্যাট ছুঁতে ছুঁতে বেরিয়ে যাওয়া একডজন বলের কথা বলতে হতে পারে। প্রতি বল দেখে মনে হচ্ছিল, বড্ড নড়বড়ে। এখনও ছন্দ খুঁজে পাননি। এই পাক ম্যাচে কি পাবেন? গত উইকএন্ডে এশিয়া কাপের গ্রুপ লিগের ম্যাচে ভারতের অধিনায়ককে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল। শাহিন শাহ আফ্রিদির আউটসুইং পড়তে না পেরে উইকেট দিয়েছিলেন। ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল গলে গিয়ে উইকেট নড়িয়ে দিয়েছিল। নেতৃত্ব, ঘরের মাঠে বিশ্বকাপ, ৫০ ওভার ফর্ম্যাটে সে ভাবে না খেলা কি রোহিতকে চাপে রেখেছিল? দুরন্ত হাফসেঞ্চুরি করে সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন প্রেমাদাসা স্টেডিয়ামে। ৪৯ বলে ৫৬ করে আউট হলেন রোহিত। রবিবার শুরুর দিকে রোহিতকে সাবলীল দেখাচ্ছিল না। কিন্তু ধৈর্য দেখিয়েছিলেন। নাসিমের বারবার ছোবল খেয়েও ঘুরে দাঁড়াচ্ছিলেন। অপেক্ষা করছিলেন, বল কখন পুরনো হবে। শাহিনকে রবিবার বেশি খেলেছেন শুভমন। আর নাসিমকে রোহিত। শুরুর দিকে বেশি খেললেও যত সময় গড়িয়েছে রোহিত বাইশ গজে নিজেকে মেলে ধরেছেন। পাকিস্তানের লেগস্পিনার শাদাব খান বোলিংয়ে আসতেই রোহিত সেই চেনা ছন্দে। শাদাব খানকে চারটে ঘুম ওড়ানো ছক্কা মারলেন। কাট, ড্রাইভে আর দুটো চার। শেষ পর্যন্ত ১০ মিটার ছুটে এসে একটি ক্যাচ ফিরিয়ে দেয় রোহিতকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 18 =