এবার ওয়ানডেতেও অস্তমিত রোহিত কোহলি যুগ ! লাল বলের পর এবার সাদা বলেও অধিনায়ক গিল

ভারতীয় ক্রিকেটে এক ঐতিহাসিক অধ্যায়ের শেষঘণ্টা বেজে উঠল। টেস্টের পর এবার ওয়ানডেতেও রোহিত শর্মা ও বিরাট কোহলির অস্তমিত যুগের আভাস মিলছে। সামনেই অস্ট্রেলিয়া সফর—সম্ভবত এটাই দুই মহাতারকার শেষ আন্তর্জাতিক ওয়ানডে সিরিজ হতে চলেছে। ক্রিকেট মহলের মতে, এই সফরে যদি তাঁরা আনুষ্ঠানিক অবসর না নেন, তবে নির্বাচকদের কড়া সিদ্ধান্তে তাঁদের বাদ দেওয়া হবে। যা কার্যত একপ্রকার ‘ঘাড়ধাক্কা’ হিসেবেই দেখা হচ্ছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় ছিলেন রোহিত ও বিরাট। তাঁদের ব্যাটিংয়ে ভর করেই ভারত বহুবার জয় পেয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন অনিবার্য। অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত দলে নতুন অধ্যায় শুরু হয়েছে। নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে। টেস্টে ইতিমধ্যেই তিনি অধিনায়কত্ব সামলেছেন, এবার ওয়ানডেতে তাঁর হাতে দায়িত্ব তুলে দিল বোর্ড। ইংল্যান্ডে টেস্ট সিরিজ ড্র করার পর তাঁর নেতৃত্বগুণ ও ধারাবাহিক ব্যাটিং আরও আস্থা জুগিয়েছে। ফলে ভারতীয় ক্রিকেটের নতুন মুখ, নতুন ব্র্যান্ড ভ্যালু হয়ে উঠেছেন শুভমান গিল। অন্যদিকে, কোচ গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়েছেন—২০২৭ বিশ্বকাপের লক্ষ্যেই ‘নতুন প্রজন্ম’-কে তৈরি করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেই কারণেই রোহিত-বিরাট যুগকে ধীরে ধীরে বিদায় জানানো হচ্ছে। ভারতীয় ক্রিকেটে এক সোনালি অধ্যায়ের অবসান ঘটলেও, সামনে আরও উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত মিলছে।
ভারতের এক দিনের দল:
শুভমন গিল (অধিনায়ক), শ্রেয়স আয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, অক্ষর পটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) এবং যশস্বী জয়সওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =