টিম ইন্ডিয়ার ৪ নম্বর পজিশন ভাবাচ্ছে রোহিতকে

বছর ১২ আগে যখন শেষ বার ভারত ওডিআই বিশ্বকাপ জিতেছিল, সে বার আইসিসির এই মেগা ইভেন্টের আয়োজক ছিল ভারত। এ বারের বিশ্বকাপের আয়োজকও ভারত। ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ জয়ের খরা কাটাতে মরিয়া মেন ইন ব্লু। কিন্তু বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে, নানা বিষয় নিয়ে আলোচনা চলছে। ভারতীয় টিমে ৪ নম্বর পজিশন নিয়ে সমস্যা তার মধ্যে অন্যতম। সম্প্রতি মুম্বইয়ে লা লিগার এক ইভেন্টে ভারত অধিনায়ক রোহিত শর্মা এই সমস্যা নিয়ে জানিয়েছেন। ওডিআই বিশ্বকাপ শুরু হতে আর দু’মাসও সময় বাকি নেই। কিন্তু ভারতীয় দল ৪ নম্বর পজিশন নিয়ে ভুগছে। টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার যুবরাজ সিং ক্রিকেট ছাড়ার পর থেকে ভারতীয় টিমে ৪ নম্বর পজিশন নিয়ে একটা সমস্যা চলছে। যুবরাজ যেমন ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং করতেন তাঁর পর ৪ নম্বরে তেমন কাউকে পায়নি ভারত। ২০১৯ সালের বিশ্বকাপে বিজয় শংকর, ঋষভ পন্থ, দীনেশ কার্তিকের মতো একাধিক ক্রিকেটার ৪ নম্বরে নেমেছিলেন। কিন্তু ২০১৯ এর বিশ্বকাপে ৪ নম্বর স্লটের জন্য ভুগেছিল টিম ইন্ডিয়া। ২০১৯ থেকে ২০২৩ সাল অবধি এখনও ৪ নম্বর পজিশনে মেন ইন ব্লু-র হয়ে ব্যাটিং করবেন কে, সেই সমস্যা মেটেনি। ভারতীয় টিমে ৪ নম্বর পজিশনের সমস্যা নিয়ে রোহিত বলেন, ‘চার নম্বর পজিশনটা দীর্ঘ দিন ধরে আমাদের কাছে একটি বড় সমস্যা। যুবির (যুবরাজ সিং) পরে কেউ এসে ওই পজিশনে থিতু হয়নি। কিন্তু দীর্ঘদিন ধরে শ্রেয়স ওই পজিশনে ব্যাটিং করছিল এবং ভালো পারফর্ম করছিল। ওর পরিসংখ্যানও ভালো। কিন্তু, দুর্ভাগ্যবশত ও চোট পেয়েছে। সেই চোট ওকে বেশ ভোগাচ্ছে।’ রোহিত আরও বলেন, ‘গত ৪-৫ বছরে এই ছেলেদের মধ্যে অনেকেই কোনও না কোনও সময় চোট পেয়েছে। এবং তাই সব সময় নতুন কাউকে ওই পজিশনে খেলাতে হয়েছে। ৪ নম্বর পজিশনে তাই কেউই থিতু হতে পারেনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − ten =