হার নিয়ে কোনও অজুহাত চান না রোহিত

ম্যাচ শেষে বললেন অধিনায়ক রোহিত শর্মা, টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার সূর্যকুমার যাদব। ওয়ান ডে ফরম্যাটে তাঁর মতো একজন ফিনিশার চাইছে টিম ম্যানেজমেন্ট। এ দিন দারুণ সুযোগ ছিল সূর্যর কাছে। বিরাট, হার্দিকরা খেললে সূর্য সুযোগ পেতেন না। সে কারণেই তাঁর থেকে প্রত্যাশাও ছিল বেশি। ৬ নম্বরে ব্যাট করতে নেমে ৩৪ বলে ২৬ রান, একেবারেই সূর্য-সুলভ নয়। হতাশ করলেন লোকেশ রাহুলও। পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাবর্তন ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু স্লো পিচে তাঁর সমস্যা আবারও ফুটে উঠল। শ্রীলঙ্কার বিরুদ্ধে রান পাননি। বাংলাদেশের বিরুদ্ধে অফস্পিনার মেহদির বলে ফিরলেন ৩৯ বলে মাত্র ১৯ রানে! একাদশে এত কেন পরিবর্তন? অধিনায়ক রোহিত শর্মার পরিষ্কার জবাব, ‘কোনও অজুহাত দিতে চাই না। বাকিদের ম্যাচ প্র্যাক্টিস দিতে চেয়েছিলাম। যাতে ওদের প্রস্তুত রাখা যায়। তবে দায়সারা ভাবে খেলার কোনও ইচ্ছে ছিল না। যাদের সুযোগ দিয়েছি, তাদের অনেকেই বিশ্বকাপে খেলবে। অক্ষর দুর্দান্ত ব্যাটিং ব্যাটিং করেছে। দুর্ভাগ্যবশত ম্যাচটা ফিনিশ করে আসতে পারল না। ওর খেলার মধ্যে অনেক ইতিবাচক দিক পাওয়া গেল। বাংলাদেশ বোলারদের কৃতিত্ব দিতে হবে। দুর্দান্ত পারফর্ম করেছে।’ সব কিছুর মধ্যে ওপেনিং সঙ্গীর কথা ভুলছেন না রোহিত। এই ম্যাচে ভারতের প্রাপ্তি শুভমন গিলের সেঞ্চুরি। ১৩৩ বলে ১২১ রান করেন এই তরুণ ওপেনার। রোহিতও বলছেন, ‘ভুললে চলবে না শুভমনের সেঞ্চুরিটা কিন্তু অনবদ্য। ও কী ভাবে খেলতে চায়, স্বচ্ছ ধারনা রয়েছে। নিজের ভূমিকা সম্পর্কে পরিষ্কার। গত এক বছর ওর ফর্ম অনবদ্য। নতুন বলে দুর্দান্ত। ওর জন্য কোনও ঐচ্ছিক অনুশীলনের প্রয়োজন পড়ে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =