কোন স্ট্র্যাটেজিতে বিশ্বকাপ টিমে ৪ স্পিনার বলতে নারাজ রোহিত

বিশ্বকাপ শুরু হতে এক মাস বাকি। এরই মধ্যে যেন কুড়ি-বিশের বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হয়ে গিয়েছে। এ বার প্রশ্ন হল বিশ্বকাপে কেমন হবে ভারতের একাদশ? উইকেটকিপারের ভূমিকায় দেখা যাবে ঋষভ পন্থ নাকি সঞ্জু স্যামসনকে? অলরাউন্ডার ও ফিনিশার হিসেবে সুযোগ পাবেন হার্দিক পান্ডিয়া নাকি শিবম দুবে? বোলিং কম্বিনেশনে স্পিনার হিসেবে যুজবেন্দ্র চাহাল নাকি কুলদীপ যাদব, সুযোগ পাবেন কে? এই সকল প্রশ্নের উত্তর জানতে সকলেই আগ্রহী। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের টিম ঘোষণার পর অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগরকর যে প্রেস কনফারেন্স করেছেন, তাতে ভারতের একাদশ কেমন হবে সেই প্রসঙ্গে প্রশ্ন এসেছিল।

নিউ ইয়র্কে ৫ জুন বিশ্বকাপ যাত্রা শুরু করবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। মুম্বইয়ে প্রেস কনফারেন্সে রোহিতকে টিম কম্বিনেশন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘৫ তারিখে ম্যাচ, এখন থেকে টিম কম্বিনেশন বলে কী করব? নতুন বলে বুমরার সঙ্গী কে হবে, এখনই জেনে আপনারা করবেনই বা কী?’ রোহিত আরও বলেন, ‘বিশ্বকাপের ম্যাচ সকাল ১০ টা কী ১০.৩০ এ শুরু হবে। আমি এখনই বলতে চাইছি না ৪ স্পিনার কেন রাখছি। আর তিন পেসারই কেন। যখন ওয়েস্ট ইন্ডিজে কনফারেন্স করব তখন সব বলব।’

বিশ্বকাপে অংশ নিতে চলা অন্যান্য প্রতিপক্ষ টিম যে ভারতের কনফারেন্সে নজর রাখতে পারেন, সে কথা মাথায় রেখে রোহিত জানান, এখন থেকেই টিম কম্বিনেশন সম্পর্কে বেশি বিবরণ দিকে পারবেন না। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে আমরা বিভিন্ন ভেনুতে খেলেছি। নিউ ইয়র্কে আগে খেলেনি। ওখানে কেমন পিচ জানি না। প্রতিপক্ষ টিম কেমন হতে পারে সেদিকে নজর রেখে আমরা টিম বাছব। এখন থেকেই বিস্তারিত বলতে চাইছি না। আমি চার স্পিনার বেছে নেওয়ার কারণও বলতে চাইছি না এখন। আমি টিমে স্পিনার অবশ্যই চাই। তবে এটাই বলব প্রতিপক্ষ টিম দেখে আমরা ঠিক করব কে খেলবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + sixteen =