ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিরাট কোহলি, রোহিত শর্মাদের ছাড়াই দল ঘোষণা। বাদ নাকি বিশ্রাম! এই প্রশ্নই উঠছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের। এর মধ্যে শেষ দুটি টি-টোয়েন্টি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের যুগ্ম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যেই কি তরুণদের নিয়ে দল গড়া হল? টি-টোয়েন্টি স্কোয়াডের দিকে বিশেষ নজর ছিল রিঙ্কু সিংয়ের জন্য। আইপিএলে চোখ ধাঁধানো পারফর্ম করেছেন কেকেআরের এই ব্যাটার। বিশেষ করে বলতে হয়, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে শেষ পাঁচ বলে পাঁচ ছক্কায় ম্যাচ জেতানো পারফরম্যান্স। ফিনিশারের ভূমিকায় এ বারের আইপিএলে সুপার হিট রিঙ্কু। মনে করা হচ্ছে, একই পজিশনে হার্দিক, স্কাই এবং সঞ্জু থাকায় রিঙ্কুর সুযোগ হল না। মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ ব্যাটার তিলক ভার্মা এই দলে নতুন মুখ। টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরলেন রবি বিষ্ণোই, আবেশ খান। হার্দিকের ডেপুটি বেছে নেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে হার ভারতের। এরপর থেকেই এই ফরম্যাটে রোহিত-বিরাটদের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। রোহিত শর্মা জানিয়েছিলেন, আইপিএলের পারফরম্যান্স দেখে দেশের হয়ে টি-টোয়েন্টিতে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বিরাট-রোহিত দু’জনেই স্কোয়াডে না থাকায় মনে করা হচ্ছে, এই ফরম্যাটে তরুণদের ওপরই ভরসা রাখতে চাইছে বোর্ড। সদ্য নির্বাচন কমিটির চেয়ারম্যান হয়েছেন অজিত আগরকর। তাঁর নেতৃত্বে প্রথম স্কোয়াড বাছা হল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড- ঈশান কিষাণ, শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান, মুকেশ কুমার।