৪২ বছর বয়সে ফরাসি ওপেনের পুরুষদের ডাবলসের সেমিতে রোহন বোপান্না

২০১৫ সালের পর ফের একবার ফরাসি ওপেন দাপাচ্ছেন রোহন বোপান্না। ছিনিয়ে নিলেন অবিশ্বাস্য জয়! তাও ৪২ বছর বয়সে! মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডে হেরে ছিটকে গিয়েছিলেন। তবে চলতি ফরাসি ওপেনের  মেনস ডাবলসে ইতিহাস গড়লেন তিনি। মেনস ডাবলসে কেরিয়ারে প্রথমবার রোলাঁ গারোর  সেমিফাইনালে উঠলেন ভারতীয় তারকা।

ডাচ টেনিস তারকা মাতুই মিডলকুপকে সঙ্গে নিয়ে বোপান্না কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত লড়াই চালান। রীতিমতো হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে ইন্দো-ডাচ জুটি জয় তুলে নেয় গ্রেট ব্রিটেনের লয়েড গ্লাসপুল ও ফিনল্যান্ডের হারি হেলিওভারা জুটির বিরুদ্ধে।

প্রথম সেট ৪-৬ গেমে হেরে যান বোপান্নারা। দ্বিতীয় সেট ৬-৪ গেমে জিতে ম্যাচে সমতা ফেরায় এই জুটি। তৃতীয় সেটে একসময় ৩-৫ গেমে পিছিয়ে ছিল বোপান্না-মিডলকুপ। সুতরাং, ছোট্ট ভুল করলেই বিদায় ছিল নিশ্চিত। কিন্তু খাদের কিনারায় দাঁড়িয়ে থাকলেও, শেষ পর্যন্ত নির্ণায়ক সেট টাই-ব্রেকারে টেনে নিয়ে যায় বোপান্না-মিডলকুপ জুটি। সুপার টাইব্রেকেও একসময় ০-৩ পয়েন্টে পিছিয়ে ছিল রোহনরা। তবে টানা ১০টি পয়েন্ট সংগ্রহ করে ম্যাচ জিতে নেন রোহন। ফলে কোয়ার্টার ফাইনালে স্কোর লাইন দাঁড়ায় ইন্দো-ডাচ জুটির পক্ষে। ৪-৬, ৬-৪, ৭-৬ (১০/৩)।

২০১৫ সালের উইম্বলডনের পরে ফের কোনও গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতার মেনস ডাবলসের সেমিফাইনালে উঠলেন বোপান্না। শেষ চারে বোপান্নাদের বিরুদ্ধে লাল মাটির কোর্টে নামবে নেদারল্যান্ডসের জিন-জুলিয়েন রজার ও এল সালভাদোরের মার্সেলো আরেভালো জুটি। আগামি ২ জুন এই মেগা সেমি ফাইনাল আয়োজিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =