ডানকুনিতে গয়নার দোকানে ডাকাতি

হুগলি : রবিবার রাতে হুগলি জেলার ডানকুনি এলাকায় একটি গয়নার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। জানা গেছে, রবিবার রাতে একটি বহুতল ভবনের নিচতলায় একটি গয়নার শোরুমে কিছু যুবক গ্রাহক হিসেবে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরেই আরও কিছু যুবক দোকানে ঢুকে লুটপাট শুরু করে।

প্রত্যক্ষদর্শীদের মতে, চার অভিযুক্ত হিন্দি এবং বাংলা উভয় ভাষাতেই কথা বলছিল। তাদের সকলের হাতে অস্ত্র ছিল এবং তারা দোকানে উপস্থিত লোকজনদের মারধর শুরু করে।

অভিযোগ, দুষ্কৃতীরা প্রচুর পরিমাণে সোনার গয়না লুট করে পালিয়ে যায়। পুলিশ দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এছাড়াও, জাতীয় সড়ক এবং সংলগ্ন রাস্তার ফুটেজও খতিয়ে দেখছে। জেলার বিভিন্ন থানাকে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে দক্ষিণ ২৪ পরগনা জেলার চম্পাহাটি এলাকায় একই রকম ডাকাতির ঘটনা ঘটেছিল। পুলিশের প্রাথমিক অনুমান, ডানকুনি ও চম্পাহাটির ঘটনা একে অপরের সঙ্গে যুক্ত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =