নিজস্ব প্রতিবেদন,বাঁকুড়া: বিষ্ণুপুরের ইঞ্জিন ভ্যানচালক এবং গোরুর গাড়ি চালকদের দ্বারকেশ্বর নদ থেকে বালি উত্তোলন করতে দেওয়ার দাবিতে বিষ্ণুপুর ভগৎ সিং মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার ইঞ্জিন ভ্যানচালক এবং গোরুর গাড়ি চালকরা। এই আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে গ্রেপ্তার হলেন বাঁকুড়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবু চট্টোপাধ্যায়।
অভিযোগ, গত কয়েকদিন ধরেই স্থানীয় গোরু গাড়ি চালক এবং ইঞ্জিন ভ্যানচালকরা অবৈধভাবে দারকেশ্বর নদ থেকে বালি তুলছিল। তাঁদের এই অবৈধ কাজে বাধা দিচ্ছে না বিষ্ণুপুর থানার পুলিশ। বালি তুলতে গেলেই তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে। এরই প্রতিবাদে বুধবার বিষ্ণুপুর শহরের ভগৎ সিং মোড়ে স্থানীয় গোরুর গাড়ি চালক এবং ভ্যানচালকদের নিয়ে রাস্তার ওপর বসে আন্দোলন শুরু করে প্রতিবাদী নাগরিক মঞ্চ নামের একটি সংগঠন। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন বাঁকুড়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবু চট্টোপাধ্যায়। এই আন্দোলনের জেরে বিষ্ণুপুর কোতুলপুর রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিষ্ণুপুর থানার পুলিশ আন্দোলনস্থলে হাজির হয়ে বিক্ষোভ তুলে দেয় এবং কংগ্রেসের নেতা সহ মোট চারজনকে গ্রেপ্তার করে৷ পুলিশের দাবি, দেবু চট্টোপাধ্যায় অবৈধ বালি পাচারের সঙ্গে যুক্তদের মদত দিচ্ছিলেন। পাশাপাশি এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে, সেই বিষয়টিও ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।