নিজের নির্বাচনী কেন্দ্র উত্তরপ্রদেশের বারাণসীতে (Varanasi) বিরাট রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশের প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদকে দু’হাত তুলে আশীর্বাদ করেছেন বারাণসীর মানুষ। প্রধানমন্ত্রী এদিন দুপুরে উত্তরপ্রদেশের মির্জাপুরে একটি নির্বাচনী জনসভা করেন, নির্বাচনী জনসভা শেষে প্রধানমন্ত্রী চলে যান বারাণসীতে। বারাণসীতে সর্দার বল্লবভাই প্যাটেলের মূর্তিতে মাল্যদান করার পর বারাণসীর মালদহিয়া চক থেকে শুরু হয় প্রধানমন্ত্রীর রোড-শো (Road Show)। ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে বারাণসী। প্রধানমন্ত্রীকে এক পলক দেখার জন্য রাস্তার দু’দিকে ছিল জনসমুদ্র। জনসমুদ্রের মাঝখান থেকে ধীরে ধীরে এগিয়ে যায় প্রধানমন্ত্রী গাড়ি।
শুক্রবার উত্তরপ্রদেশের মির্জাপুরে (Mirzapur) একটি নির্বাচনী জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশে বিজেপি পুনরায় ক্ষমতায় আসতে চলেছে বলে এদিন দাবি করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি অপারেশন বন্দে ভারত, অপারেশন দেবী শক্তি ও অপারেশন গঙ্গার প্রসঙ্গ উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী। মোদি বলেছেন, ‘বর্তমানে গোটা বিশ্ব এই শতাব্দীর অত্যন্ত দুর্বল পর্যায়ে রয়েছে। মহামারি, অস্থিরতা, অনিশ্চয়তা বর্তমানে বিশ্বের অনেক দেশেই প্রভাব ফেলছে। সংকট যতই গভীর হোক না কেন, ভারতের প্রচেষ্টা তার থেকেও বড় ও দৃঢ়প্রতিজ্ঞ।’