শহরে ফের দুর্ঘটনা শুক্রবারের ভোরে আলো ফুটতে না ফুটতেই। এদিন সকালে মা উড়ালপুলের দেওয়ালে ধাক্কা মারে এক গাড়ি। পুলিশ সূত্রে খবর, পার্ক সার্কাসের পাঁচ যুবক নৈশ পার্টি করতে গেছিল ইকোপার্ক ধাবায়। প্রায় সারারাত মদ্যপানের পরে ভোর সাড়ে পাঁচটা নাগাদ সেখান থেকে বেরিয়ে ঝড়ের বেগে গাড়ি নিয়ে ফিরছিল পার্ক সার্কাসে। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে পার্ক সার্কাসগামী লেনের ডিভাইডারে ধাক্কা মারে। যার জেরে ল্যাম্প পোস্টের বাতি এবং চাঙড় ভেঙে যায়। ধাক্কার প্রতিঘাতে এরপর গাড়িটি কার্যত বিপরীত লেন অর্থাৎ সল্টলেক গামী লেনে উড়ে এসে পড়ে। চালক সহ বাকি চার জন পালিয়ে গেলেও, পায়ে মারাত্মক আঘাত লাগে শেহবাজ নামে এক যুবকের। আর আঘাত এতটাই বেশি ছিল যে ভাঙা গাড়ির সামনে পরে দীর্ঘক্ষণ তাকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। এরপর তিলজলা ট্রাফিক গার্ডের পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে অন্য আহত যুবকেরা এখনও ফেরার। তাঁদের ফোন ট্র্যাক করে পুলিস তাঁদের গতিবিধি বোঝার চেষ্টা করছে।
এদিকে একের পর এক ঘটনায় কলকাতা পুলিসের ট্রাফিক বিভাগের আধিকারিকদের একাংশের ধারনা, এক শ্রেণির বেপরোয়া চালকে কোনওভাবেই ট্রাফিক জরিমানা সহ অন্যান্য চোখ রাঙানি দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না। তাঁদের ক্ষেত্রে ঠিক কী করা যায় তা নিয়ে চিন্তাভাবনা চলছে বলেও সূত্রে খবর।