বড়দিনের সকালেই বাসের ধাক্কায় আহত এক পথচারী

 

বড়দিনের সকালেই হাওড়া জেলা শাসকের দফতরের সামনে পথ দুর্ঘটনা। একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল রাস্তার ধারের রেলিংয়ে। বাসে যাত্রী না থাকায়  বড়সড় কোনও ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় আহত হন  এক পথচারী। বাসের চালককে আটক করেছে পুলিশ।বাসটিকেও থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে ২৮ নম্বর রুটের একটি বেসরকারি বাস গ্যারেজে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারের রেলিংয়ে। এই ঘটনায় একজন পথচারী আহত হন। দ্রুত তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আসেন হাওড়া থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, বাসটি ব্রেক ফেল করায় এই দুর্ঘটনা।

ধৃত বাসের চালক জানান, বাসটিকে গ্যারেজে নিয়ে যাওয়া হচ্ছিল। এরকম সময়ে বাসের ব্রেক ফেল করে। তাই নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়নি। এরপরই বাস গিয়ে রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা মারে।তবে বড়দিনের সকাল থেকেই বাড়তি নজরদারি রয়েছে হাওড়া জেলা পুলিশের। বড়দিনের সকাল থেকেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পুলিশ টহল। দুর্ঘটনা এড়াতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। উৎসবের দিনে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সে ব্যাপারে বিশেষ নজরদারি রাখা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =