রুবি মোড়ে পথ দুর্ঘটনা, পুলিশের গাড়ির ধাক্কা মারার অভিযোগ

কলকাতা: ফের দুর্ঘটনা শহরে। রুবি মোড়ে গাড়ির ধাক্কায় গুরুতর জখম আরোহী। বেপরোয়া গতিতে চলা পুলিশের গাড়ির ধাক্কাতেই বাইক দুর্ঘটনা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে তুমুল বিক্ষোভ হয় রুবি মোড়ে। রাস্তা আটকে বিক্ষোভ করেন পথচারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে রুবি মোড়ে পুলিশের গাড়ির ধাক্কায় একটি বাইকে উল্টে যায়। আরোহী ছিটকে পড়ে যান। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, একটি রেকার ভ্যানকে ধরতে যাচ্ছিল পুলিশ। সেটিকে ধাওয়া করে বেপরোয়া গতিতে ব্যস্ত রাস্তায় ছুটছিল পুলিশের গাড়ি। তখনই ধাক্কা লাগে একটি বাইকের সঙ্গে।
ওই রেকার ভ্যানটি নিয়ম ভেঙেছিল বলে জানা গেছে। সেটিকে ধরতেই যাচ্ছিল পুলিশ। সেই সময়েই দুর্ঘটনা ঘটে।
যদিও পুলিশের দাবি, সিসিটিভি ক্যামেরায় তেমন কোনও ছবি পাননি তাঁরা। সেটি আদৌ পুলিশের গাড়ি ছিল কিনা তা নাকি জানা যায়নি। তবে বাইক দুর্ঘটনার পরে রুবি মোড়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন পথচারীরা। ঘটনাস্থলে হাজির হয় একাধিক পুলিশকর্মী। কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। রাস্তার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 4 =