শুক্রবার সকালে মেয়েকে স্কুলে পৌঁছে দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন গৃহবধূ সুপ্রিয়া সাহা। মেয়েকে নিয়ে টোটোতে করে যাওয়ার পথে মাঝ রাস্তায় একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল ওই গৃহবধূর। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল সাতটা নাগাদ। ঘটনাস্থল হাওড়া জেলার বালির সাপুইপাড়া এলাকা।
নিত্দিনের মতোই মেয়েকে নিজের টোটো চালিয়ে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন সুমন সাহা। সঙ্গে ছিলেন তার স্ত্রী সুপ্রিয়া সাহা। পথে বালি সাঁপুইপাড়া এলাকায় একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ওই টোটোতে। ধাক্কায় টোটো থেকে ছিটকে রাস্তায় পড়েন সুপ্রিয়া। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সুপ্রিয়াকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিশ্চিন্দা থানার পুলিশ। যদিও ঘাতক গাড়ি এবং চালক পলাতক বলে পুলিশ সূত্রে খবর। তবে ঘাতক গাড়ি এবং চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে নিশ্চিন্দাপুর পুলিশ সূত্রে খবর। স্থানীয় বাসিন্দারা জানান, ‘সকাল বেলা টোটোটি রাস্তা ফাঁকা থাকায় খুব বেশি ধারে না গিয়ে রাস্তার মাঝ বরাবরই যাচ্ছিল। রাস্তায় তেমন ভিড় বা গাড়িও চলাচল করছিল না। তাই মনে হয় ওই গাড়িটি প্রচণ্ড গতিতে রাস্তা দিয়ে আসছিল। আর তখনই টোটোটি গাড়ির সামনে পড়ে যাওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ না রাখতে পেরে টোটোটিকে সরাসরি ধাক্কা মারে। তখনই টোটো থেকে এক মহিলা রাস্তার মাঝে ছিটকে পড়েন।এরপই স্থানীয়রাই ওই মহিলাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যান। পরে জানা যায়, ওই মহিলার মৃত্যু হয়েছে।’ এরপর ঘটনাস্থলে পুলিশ আসে বালেও জানান স্থানীয়রা।