প্রায় ৬ মাস পর ঘরের মাটিতে খেলতে নেমেই নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেটের ‘হিটম্যান’ রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে ২০,০০০ রানের ঐতিহাসিক মাইলস্টোন ছোঁয়ার আর মাত্র ৯৮ রান দূরে তিনি। যদি এই লক্ষ্য ছুঁতে পারেন, তবে রোহিত হবেন চতুর্থ ভারতীয় ব্যাটার—শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়ের পর।
ইতিমধ্যেই ক্রিকেটবিশ্বের চোখ রোহিতের দিকে, কারণ রাঁচিতে রবিবার শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ, যেখানে ফিরছেন তিনি।রোহিতের আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা ইতিমধ্যে সমৃদ্ধ। ৫০২টি ম্যাচে তাঁর মোট রান ১৯,৯০২। এর মধ্যে টেস্টে ৬৭ ম্যাচে ৪৩০১ রান, একদিনের আন্তর্জাতিকে ১১,৩৭০ রান এবং টি-২০ ফরম্যাটে ৪২৩১ রান। ২০২৪ টি-২০ বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নিলেও রোহিত এখনো একদিনের ক্রিকেটে সক্রিয়। চলতি বছর মে মাসে টেস্ট ক্রিকেট থেকেও বিদায় জানিয়েছেন তিনি। ফলে ক্যারিয়ারের শেষ পর্যায়ে এখন তাঁর ফোকাস শুধুই একদিনের ফরম্যাট। অস্ট্রেলিয়া সফরে অসাধারণ ফর্মে দেখা গেছে রোহিতকে।
সিরিজের শেষ ম্যাচে অপরাজিত ১২১ রানের ইনিংসে ১৩টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে ভারত ২-১ ব্যবধানে সিরিজ জয় করে। সেই ফর্মই দক্ষিণ আফ্রিকার মাটিতে তাঁকে আরও আত্মবিশ্বাস জোগাচ্ছে। রোহিতের পাশাপাশি ফিরছেন বিরাট কোহলি—দুই সুপারস্টারকে সামনে রেখে দলের প্রত্যাশাও আকাশছোঁয়া। টেস্ট সিরিজে লজ্জাজনক হারের পর এবার একদিনের সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টিম ইন্ডিয়ার। তবে রোহিত-কোহলির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে ক্রিকেটমহলে। দুটি ফরম্যাট—টেস্ট এবং টি-২০ থেকে অবসর নেওয়ায় তাঁদের ম্যাচ ফিটনেস ও ধারাবাহিকতা নিয়ে আলোচনা তীব্র। সেই কারণেই বিসিসিআই নির্দেশিকা জারি করেছে, রোহিত ও কোহলিকে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলতে হবে, যাতে আন্তর্জাতিক স্তরে তাঁদের প্রস্তুতি বজায় থাকে। ইতিমধ্যেই বিজয় হাজারে ট্রফিতে খেলার জন্য এমসিএ-কে সম্মতি জানিয়েছেন রোহিত।
কোহলি এখনো কোনও সিদ্ধান্ত জানাননি, তবে বোর্ডের নির্দেশনা অনুযায়ী শেষ পর্যন্ত তিনিও ঘরোয়া ক্রিকেটে ফিরতে বাধ্য হতে পারেন। এদিকে আবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় টেস্ট সিরিজ়ে ভরাডুবির প্রসঙ্গ উঠতেই মর্কেল জানিয়ে দিয়েছেন, প্রথম একাদশ নির্বাচনে তাঁর কোনও ভূমিকা থাকে না। প্রথম এক দিনের ম্যাচে ভারতের বোলিং আক্রমণ কেমন হবে? এই প্রশ্নের উত্তরে মর্কেল বলেছেন, ‘‘সত্যি বলতে, দল নির্বাচন বা এমন কিছুর সঙ্গে যুক্ত থাকি না। এটা গম্ভীর, অধিনায়ক এবং নির্বাচকদের বিষয়। তাই এ নিয়ে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়।

