জাতীয় দলে জায়গা পাকা করতে এবার ঘরোয়া মঞ্চে রো-কো জুটি

টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। বর্তমানে তাঁরা কেবলমাত্র ওয়ানডে ফরম্যাটে দেশের হয়ে খেলছেন। তবে এবার বোর্ড সূত্রে খবর, নিজেদের জায়গা ধরে রাখতে হলে এই দুই তারকাকে ঘরোয়া ক্রিকেটে নামতে হতে পারে। দীর্ঘদিন পর ঘরোয়া মঞ্চে তাঁদের দেখা যেতে পারে বিজয় হাজারে ট্রফিতে। বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, নিউজিল্যান্ডের বিরুদ্ধে জানুয়ারিতে শুরু হতে চলা ওয়ানডে সিরিজের আগে ফর্ম ও ফিটনেস প্রমাণ করতে ঘরোয়া ক্রিকেটই হবে তাঁদের মঞ্চ।

৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শেষ হবে ভারতের। এরপর প্রায় একমাসের ব্যবধান থাকবে পরবর্তী সিরিজের আগে। এই সময়েই ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে বিজয় হাজারে ট্রফি। জানা গিয়েছে, টুর্নামেন্টের অন্তত তিনটি ম্যাচে রোহিত ও বিরাটকে খেলতে হতে পারে। রোহিত শেষবার বিজয় হাজারেতে খেলেছিলেন আট বছর আগে, আর বিরাটের শেষ অংশগ্রহণ ছিল ১৩ বছর আগে। দীর্ঘ বিরতির পর তাঁদের ফের দেখা গেলে তা নিঃসন্দেহে ঘরোয়া টুর্নামেন্টের মর্যাদা বাড়াবে।

নির্বাচক প্রধান অজিত আগারকর জানিয়েছেন, “দলে জায়গা পাকা করতে হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। পারফরম্যান্সই হবে একমাত্র মানদণ্ড।” অর্থাৎ, অভিজ্ঞতার পাশাপাশি ফর্মের প্রমাণও রাখতে হবে এই দুই নক্ষত্রকে। দিল্লির হয়ে খেলবেন বিরাট, আর মুম্বইয়ের হয়ে নামবেন রোহিত—এমনটাই জানা গিয়েছে। তাঁদের মাঠে নামা মানে দর্শকদের ভিড় বাড়বে, টুর্নামেন্টের প্রতি আগ্রহও তুঙ্গে উঠবে।

নতুন ওয়ানডে অধিনায়ক শুভমান গিল অবশ্য দু’জনের অভিজ্ঞতার গুরুত্বের কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, “রোহিত ও বিরাটের মতো ক্রিকেটার খুব কম আছে। তাঁরা বহুবার ভারতকে জিতিয়েছেন। আমাদের বিশ্বকাপের পরিকল্পনাতেও তাঁরা রয়েছেন।” তবে বোর্ডের তরফে বার্তা স্পষ্ট—জাতীয় দলে জায়গা ধরে রাখতে হলে ঘরোয়া মঞ্চেই নিজেদের প্রমাণ করতে হবে ‘রো-কো’ জুটিকে।

অতএব, দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে নামার সম্ভাবনায় ক্রিকেটপ্রেমীরা যেমন উচ্ছ্বসিত, তেমনই আগ্রহ বেড়েছে ক্রিকেট মহলেও। বিজয় হাজারে ট্রফির মঞ্চে যদি রোহিত-বিরাট নিজেদের পুরনো ছন্দে ফেরেন, তবে আবারও দেখা যাবে সেই আগুনে যুগলবন্দি—যারা একসময় ভারতীয় ওয়ানডে ক্রিকেটের প্রতীক হয়ে উঠেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − four =