ভারী বৃষ্টিতে ফুঁসছে নদী, উত্তর সিকিমে ধসে আটকে বাংলার পর্যটকরা

ফের ধসের জেরে উত্তর সিকিমে আটকে পড়ল পর্যটকরা। ২ হাজারেরও বেশি পর্যটক আটকে পড়েছেন লাচুং, লাচেন-সহ উত্তর সিকিমের বিভিন্ন জায়গায়। গত দুদিন ধরেই উত্তর সিকিমে ভারী বর্ষণের কারণে ফুঁসছে বিভিন্ন নদী। প্রবল বেগে নেমে আসা নদীর জলের তোড়ে ভেসে যাচ্ছে একের পর এক রাস্তা।

প্রশাসন জানিয়েছে, উত্তর সিকিমের মনগন থেকে চুংথাং পর্যন্ত রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয়েছে। মনগন জেলা প্রশাসন জানিয়েছে, ধসের কারণে বেশ কয়েকটি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। উত্তর সিকিমের বিভিন্ন রাস্তায় ৩৪৫টি গাড়ি এবং ১১টি বাইক আটকে পড়েছে। বৃষ্টি থামলেই রাস্তা মেরামতির কাজ শুরু হবে বলে প্রশাসন সূত্রে খবর।

ছাঙ্গু লেক, নাথুলা, বাবা মন্দিরের মতো জনপ্রিয় পর্যটনস্থলগুলি যাওয়ার সংযোগকারী রাস্তায় জওহরলাল নেহরু মর্গের কাছেও ধস নেমেছে।এই পরিস্থিতির জেরে দেশের ১৯৭৫ জন পর্যটক, ৩৬ জন বিদেশি পর্যটক লাচেন এবং লাচুং এলাকায় হোটেলে আটকে পড়েছেন। বিদেশি পর্যটকদের মধ্যে রয়েছেন ২৩ জন বাংলাদেশি, ১০ জন আমেরিকান এবং ৩ জন সিঙ্গাপুরের নাগরিক।

প্রসঙ্গত, সিকিমের বিভিন্ন জয়গায় বর্ষায় ধসের কারণে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। চলতি বছর এপ্রিলে নাথুলায় তুষার ধসে ৭ পর্যটকের মৃত্যু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − one =