ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে মোহনবাগান। প্রথম লেগের ম্যাচে জামশেদপুরের মাঠে হেরেছিল সবুজ মেরুন। জামশেদপুরের মাঠে ১-২ ব্যবধানে হারায় ঘরের মাঠে ১ গোলে পিছিয়ে নেমেছিল সবুজ মেরুন। রেগুলেশন টাইমে ২ গোলের ব্যবধানে জিতলেই ফাইনাল নিশ্চিত ছিল। যদিও খালিদ জামিলের টিমের বিরুদ্ধে এই কাজ মোটেও সহজ ছিল না। ঘরের মাঠের সমর্থকদের সামনে অনবদ্য পারফরম্যান্স মোহনবাগানের। শেষ অবধি ২-০ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করল মোহনবাগান। ফাইনালে তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি।
কাল ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টস খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধারও সঞ্জীব গোয়েঙ্কাই। গত মরসুমে ইডেনে সবুজ মেরুন জার্সিতেই নেমেছিল লখনউ। তেমনই গত বারও মোহনবাগানের ম্যাচ দেখতে গিয়েছিলেন লখনউ ক্রিকেটাররা। এ দিন যুবভারতীতে মোহনবাগান ম্যাচে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে উপস্থিত ছিলেন লখনউ ক্যাপ্টেন ঋষভ পন্থ। মোহনবাগানের প্রত্যাবর্তন দেখলেন।
জামশেদপুরে মোহনবাগান এক গোলে পিছিয়ে পড়লেও সমতা ফিরিয়েছিল। শেষ অবধি ১-২ ব্যবধানে হারে। এ দিন ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতে জেসন কামিংসের পেনাল্টি গোলে এগিয়ে যায় সবুজ মেরুন। এগ্রিগেট দাঁড়ায় ২-২। ফলে আরও এক গোলের প্রয়োজন। নয়তো ম্যাচ একস্ট্রা টাইম, টাই ব্রেকারে গড়াত। ম্যাচের ইনজুরি টাইমে রালতের অনবদ্য গোল। ম্যাচ ২-০ ব্যবধান এবং দুই লেগ মিলিয়ে ৩-২ এগ্রিগেটে আইএসএল ফাইনাল নিশ্চিত মোহনবাগানের।