সফল পন্থের লিগামেন্ট সার্জারি, দ্রুত উন্নতি হচ্ছে স্বাস্থ্যের

অবশেষে স্বস্তির খবর। ঋষভ পন্থ তাঁর পরিবার ও অনুরাগীদের জন্য সুখবর। প্রায় তিন ঘন্টা ধরে চলা অস্ত্রোপচার শেষ। শনিবার কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপারের হাঁটুর লিগামেন্টের অস্ত্রোপচার হয়েছে। হাসপাতাল কিংবা বিসিসিআই-এর তরফ থেকে এই বিষয়ে সরকারি বিবৃতি না দিলেও, সূত্র মারফত জানা গিয়েছে অস্ত্রোপচারের পর অনেকটা ভালো আছেন ২৫ বছরের তরুণ। গত ৩০ ডিসেম্বর দিল্লি থেকে রুরকি যাওয়ার পথে গুরুতর দুর্ঘটনার কবলে পড়েছিলেন পন্থ। সেই দুর্ঘটনায় ডান পায়ের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল তাঁর।

পন্থের আপডেট নিয়ে সংবাদসংস্থা পিটিআই-কে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, ‘শুক্রবারই পন্থের অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচার করেছেন ডাক্তার দানিশ পাড়িওয়ালার ও তাঁর দল। কোকিলাবেন হাসপাতালের পাশাপাশি তিনি সরাসরি বোর্ডের সঙ্গে যুক্ত কয়েকজন ডাক্তারও পন্থের অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত ছিলেন। প্রায় তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছে পন্থের। তবে এখনও সুস্থ হতে দীর্ঘ দিন সময় লাগবে তাঁর। যেহেতু পন্থ বিসিসিআই-এর গ্রেডেশনে রয়েছে, তাই তাঁর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব বিসিসিআই। বোর্ড এই বিষয়ে মেডিক্যাল আপডেট দেবে।’
দুর্ঘটনার দিনই ঋষভের মুখের চোটের জন্য প্লাস্টিক সার্জারি করা হয়েছিল। অস্ত্রোপচার ছাড়া হাঁটুর ছিঁড়ে যাওয়া লিগামেন্ট ঠিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর চিকিৎসা কীভাবে হবে, সেসব কিছুই ঠিক করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের সদস্যরা।

হাসপাতাল থেকে বার করে অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়ার সময় পন্থের ছবি বাইরে এসেছে। সেখানে দেখা গিয়েছে যে, পন্থের সঙ্গে রয়েছেন তাঁর মা সরোজ পন্থও। তিনি অ্যাম্বুল্যান্সে পন্থের পাশেই বসেছিলেন। সাদা চাদরে পন্থের শরীর ঢাকা থাকায়, মুখ দেখা যায়নি। উদ্বিগ্ন মুখে বসে থাকতে দেখা যায় সরোজকে।

এদিকে পন্থের অস্ত্রোপচার সফল হলেও, তিনি বিশ্বকাপের আগে মাঠে ফিরতে পারবেন না। বিসিসিআই-এর মেডিক্যাল টিমের এক সূত্র বলছে, ‘এই মুহূর্তে পন্থের লিগামেন্ট কতটা ছিঁড়েছে, সেটা বোঝা যাচ্ছে না। তিন-চার দিনের মধ্যে চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। হাসপাতালের ডাক্তাররা মনে করছেন, পন্থের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার প্রকৃতি দেখে মনে হচ্ছে যে, বিষয়টি অত্যন্ত গুরুতর। যেরকম কাজের ধকল উইকেটকিপারকে নিতে হয়, তাতে করে মনে করা হচ্ছে যে, প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পন্থের ৬-৯ মাস সময় লেগে যাবে।’

বোর্ড সূত্রের খবর, পন্থের চোটের ধরন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সিরিজ, আইপিএল-এ কোনওভাবেই খেলা হবে না পন্থের। জুন মাসে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এবং এরপর অক্টোবর-নভেম্বর দেশের মাটিতে বসবে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। সেখানেও তরুণ উইকেটকিপারের না খেলার সম্ভাবনা প্রবল। বোর্ডের অনেকের ধারণা পন্থের চোট অনেকটা রবীন্দ্র জাদেজার মতোই।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + two =