ম্যাচের সেরার পুরস্কারে পাওয়া শ্যাম্পেনের বোতল রবি শাস্ত্রীকে উপহার দিলেন পন্থ

ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট স্টেডিয়াম দেখল অন্য দৃশ্য। ভারতের হয়ে সিরিজ জেতানো সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচের সেরা হন ঋষভ পন্থ। পুরস্কারে তিনি শ্যাম্পেনের বোতল পেয়েছিলেন। সেই বোতল তিনি উপহার দেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে।
সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। পন্থের সঙ্গে শাস্ত্রীর সম্পর্ক বরাবরই ভাল। ম্যাচের পর তাঁদের হাসিঠাট্টা-খুনসুটির মুহূর্ত আরও এরবার সেই কথাই বলে দিল। ভারত-ইংল্যান্ড সিরিজে শাস্ত্রীকে পাওয়া গিয়েছিল স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার হিসাবে।

ভারত ইংল্যান্ডে ম্যানচেস্টারে হওয়া তৃতীয় এবং শেষ একদিনের ম্যাচে হারিয়ে সিরিজ ২-১ এ জিতে গেছে৷ এদিন ভারতীয় ক্রিকেট দল এদিন রুদ্ধশ্বাস লড়াই করে ম্যাচ জিতেছে৷ সিনিয়র দাদাদের ফ্লপ শো-র দিনে ঋষভ পন্থের কড়া জবাব দিয়েছে৷ ভারতকে জয়ে পৌঁছে দিয়ে ফিরে আসেন৷ তিনি ১২৫ রানে অপরাজিত ছিলেন৷ টিম ইন্ডিয়া জয়ের পর হিরো হয়ে গেলেন ঋষভ পন্থ৷ এদিন তাঁর পারফরম্যান্সের জন্য একটা শ্যাম্পেনের বোতল দেন৷ প্রেজেন্টেশন সেরিমনির পর পন্থ বোতল ড্রেসিংরুমে ফিরে ফিরলে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর সঙ্গে সঙ্গে বোতলটি ছিনিয়ে নেন৷ তিনি আগেই মাঠে হাজির ছিলেন৷

শাস্ত্রী পন্থকে গলা জড়িয়ে ধরেন, তারপর দুজনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয়৷ এরপরেই রবি শাস্ত্রী হাত থেকে শ্যাম্পেনের বোতল নিয়ে নেন৷ এই দেখে পন্থ নিজের হাসি রুখতে পারছিলেন না৷ এরপরেই ভাইরাল ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে৷ স্টেডিয়ামে যে অবশিষ্ট দর্শক বসেছিলেন তাঁরাও আনন্দে মজা ওঠাতে শুরু করেন৷ পন্থ শ্যাম্পেনের বোতল নেন৷ ফ্যানরা জোরে জোরে চেঁচাচ্ছিলেন৷ এরপর ঋষভ পন্থ ড্রেসিংরুমে ফিরে যান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 9 =