রিঙ্কু-রানার প্রচেষ্টা ব্যর্থ, ঘরের মাঠে হায়দরাবাদের কাছে হার কলকাতার

রানার প্রতাপ, সঙ্গে নাইটদের নতুন লর্ড রিঙ্কু সিং। না তবুও আজ কোনও নাটকীয় পরিণতি পেল না কলকাতা বনাম হায়দরাবাদের ম্যাচ৷ উত্তেজনা বজায় ছিল শেষ ওভার অবধি, তবে তা আগের ম্যাচের মত টানটান হল না৷ গুজরাট টাইটান্স ম্যাচের পর থেকে কেকেআরের জন্য কোনও লক্ষ্যই যেন বড় মনে হয় না। সমর্থকদের মধ্যে প্রত্যাশা জন্মেছে, লক্ষ্য যত বড়ই হোক, পূরণ করা সম্ভব। শেষ ৩ ওভারে কেকেআরের লক্ষ্য দাঁড়ায় ৫৮ রান। ক্রিজে তখনও রিঙ্কু সিং এবং শার্দূল ঠাকুর। অধিনায়ক নীতীশ রানা ৪১ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফিরেছেন। কেকেআর শিবির আশা ছাড়েনি, গ্যালারিও আগে ভাগে ফাঁকা হয়নি। পুরনো পরিস্থিতি হলে গ্যালারি হয়তো অনেকটাই ফাঁকা হয়ে যেত। এখন রিঙ্কুর সাহস গ্যালারিতেও সঞ্চার হয়েছে। এক ম্যাচ, বেশ কিছু রেকর্ড এ মরসুমের। এ বারের টুর্নামেন্টে সবচেয়ে বড় স্কোর তুলল সানরাইজার্স হায়দরাবাদ। এ বারের টুর্নামেন্টে প্রথম সেঞ্চুরি এল। সেঞ্চুরির খাতা খুললেন হ্যারি ব্রুক। কেকেআরের বিরুদ্ধে তাঁর অপরাজিত শতরানের সেৌজন্যে ২২৯ রানের বিশাল লক্ষ্য দেয়। গত কয়েক ম্যাচের ট্রেন্ড মেনে শেষ ওভার অবধিই ম্যাচ গড়াল। তবে নাটকীয় জয় এল না কলকাতা নাইট রাইডার্সের পক্ষে। এক ঝাঁক ক্যাচ মিস হয়েছে। শেষ ওভারে কেকেআরের লক্ষ্য ছিল ৩২। উমেশ যাদব প্রথম বলেই স্ট্রাইক দিয়েছিলেন রিঙ্কুকে। শার্দূল ঠাকুর স্ট্রাইক দিতে পারলেন না। তিনি আউট হলেন। উমেশ ক্রিজে নেমেই রিঙ্কুকে স্ট্রাইক দেন। ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। তবে নেট রান রেট যতটা ভালো রাখা যায়, সেই চেষ্টাই করলেন রিঙ্কু সিং। শেষ দু বলে ৭ রান এল তাঁর ব্যাটে। অধিনায়ক নীতীশ রানার ৭৫ রান, রিঙ্কুর অপরাজিত ৫৮ রানের ইনিংস। পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে ২৩ রানে হার কলকাতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =