নয়াদিল্লি : সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর তীব্র সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সাগরিকা ঘোষ। তাঁর কথায়, বিরোধীদের অসম্মান করার জন্য পদের অপব্যবহার করছেন রিজিজু। সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে নিজের কাজও রিজিজু ঠিকভাবে করছেন না বলে অভিযোগ সাগরিকার।
বৃহস্পতিবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাগরিকা ঘোষ বলেছেন, “আমি কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর বিরুদ্ধে একটি বিশেষাধিকার প্রস্তাব এনেছি। তিনি সংসদ বিষয়ক মন্ত্রী এবং সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করা তাঁর দায়িত্ব। কিন্তু আমরা দেখছি, তিনি ক্রমাগত বিরোধীদের অপমান করছেন। তিনি বিরোধীদের অপমান করার জন্য তাঁর পদের অপব্যবহার করছেন। আমরা তাঁর কাছ থেকে ক্ষমা দাবি করছি।”