রিচা ঘোষের রেকর্ড, প্রথমবার ডাবল সেঞ্চুরি ভারতের

মেয়েদের ক্রিকেটে ভারতের ইতিহাস। রেকর্ড বাংলার কিপার ব্যাটার রিচা ঘোষের। তাঁর রেকর্ডের সৌজন্যেই প্রথম বার টি-টোয়েন্টিতে ২০০ প্লাস স্কোর গড়ল ভারত। মহিলাদের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে বিশাল জয় দিয়ে অভিযান শুরু করেছিল ভারত। এ দিন দ্বিতীয় ম্যাচে আরব আমির শাহির মুখোমুখি হরমনপ্রীত কৌররা। টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আরব আমির শাহি ক্য়াপ্টেন ইশা ওজা। সেটাই যেন তাঁর সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০১ রান তোলে ভারতীয় মহিলা ক্রিকেট দল। রেকর্ড রিচার।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সর্বাধিক স্কোর ছিল ৪ উইকেটে ১৯৮। মুম্বইয়ে ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই স্কোর ছিল ভারতের। সেই রেকর্ড ছাপিয়ে গেল ভারত। ডাম্বুলায় ২০ ওভারে ২০১ রান। শুধু তাই নয়, ভারতের প্রথম কিপার ব্যাটার হিসেবে এশিয়া কাপে হাফসেঞ্চুরির রেকর্ড গড়লেন রিচা ঘোষ। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে দিশেহারা পরিস্থিতি হয় প্রতিপক্ষর। মাত্র ২৬ বলে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি হাফসেঞ্চুরি রিচা ঘোষের। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ক্যাপ্টেন হরমনপ্রীত রান আউট হন। বাকি পাঁচ বলে টানা বাউন্ডারি রিচার।

স্মৃতি-শেফালি দু-জনেই ভারতীয় ইনিংসের বিধ্বংসী শুরু করেন। যদিও বড় ইনিংস খেলতে ব্যর্থ। শেফালি ২০৫-র বেশি স্ট্রাইকরেটে ৩৭ রান করেন। কিন্তু স্লগ ওভারে যেন রিচাই শেষ কথা। একডজন বাউন্ডারি এবং ১টি ছয়। ২৯ বলে ৬৪ বলে অপরাজিত থাকেন রিচা। স্ট্রাইকরেট ২২০-র বেশি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন তাঁর সর্বাধিক স্কোর ছিল অপরাজিত ৪৭। প্রথম হাফসেঞ্চুরিই এল বিধ্বংসী মেজাজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + twelve =