আগামী বিশ্বকাপের ফাইনালে খেলবেন, আশাবাদী রিচা

প্রতিবারের মতো এবারও বিশ্বকাপে ব্যর্থ ভারতীয় মহিলা দল। সেমিফাইনালেও পৌঁছাতে পারেনি দল। লড়াই করেও ব্যর্থ। সেই ব্যর্থতার হতাশা নিজের শহর শিলিগুড়িতে ফিরেও ভুলতে পারছেন না রিচা ঘোষ। এবার ইংল্যাণ্ড বিশ্বকাপে গিয়ে ভারতীয় দলের হয়ে প্রায় সবকটি ম্যাচই খেলেন রিচা।

রিচা জানান, “আমি আরও খুশি হতাম যদি আমার দেশ বিশ্বকাপ ফাইনালে খেলত। কিন্তুু আমাদের দুর্ভাগ্য আমরা ভালো খেলেও ফাইনালে উঠতে পারিনি। তবে আমি বিশ্বাস করি আমাদের দল আগামী বিশ্বকাপের ফাইনালে খেলবে। বর্তমানে প্রচুর প্রতিভাবান মহিলা খেলোয়াড় উঠে আসছে।তারাই ভবিষ্যতে ভারতের নাম বিশ্বের দরবারে উজ্জ্বল করবে।”

পাশাপাশি রিচা ঘোষকে এদিন অভিনন্দন জানান শিলিগুড়ি ক্রিকেট লাভার্স এর সভাপতি মনোজ ভার্মা সহ অগনিত ক্রিকেট প্রেমীরা। ক্রিকেট লাভার্স এর পক্ষ থেকে শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষকে সম্বর্ধনা দেওয়া হয়। রিচার বাড়ি গিয়ে তার হাতে পুস্পস্তবক এবং মিষ্টি তুলে দেন শিলিগুড়ি ক্রিকেট লাভার্স এর সদস্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =