আর জি কর মামলা : দুই নাইটগার্ডের হবেও পলিগ্রাফ টেস্ট

কলকাতা : আর জি কর কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই-এর তদন্তের কাজে এগিয়ে চলেছে। ধাপে ধাপে জাল গুটিয়ে তুলতেই বরং আগ্রহী তাঁরা। দিল্লি থেকে আগত ওই প্রতিনিধি দলেই দুঁদে গোয়েন্দারা যে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। সে যাই হোক, প্রাথমিকভাবে এই ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই ও অভিযোগের তির প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ এবং ওই দিন রাতে খুন হওয়া ইন্টার্ন-এর সঙ্গে ৮ আগস্ট রাতের ডিউটিতে থাকা তিলোত্তমার সহকর্মীদেরও ইতিমধ্যেই আদালতের নির্দেশে পলিগ্রাফ টেস্ট সম্পন্ন হয়েছে।

চারতলায় এমার্জেন্সিতে ওই দিন রাতের ডিউটিতে থাকা ভারপ্রাপ্ত দুই নাইট গার্ডের পলিগ্রাফ টেস্ট করার আগেই বিধাননগরের সিজিও কমপ্লেক্সে দফায় দফায় জেরা করা হয়েছে। এরপর পলিগ্রাফ টেস্ট। এদিকে, ঘটনার পর ২০ দিন অতিক্রান্ত।

প্রথম দিকে এই ঘটনায় কলকাতা পুলিশ তদন্তে নামে। এরপর কলকাতা উচ্চ আদালতের নির্দেশে সিবিআই-এর হাতে নৃশংস এই হত্যাকাণ্ডের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ১৪ দিন ধরে চলছে জেরা পর্ব। ইতিমধ্যেই ১১০ ঘন্টা অতিবাহিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 10 =