নয়াদিল্লি : আরজি কর কাণ্ডে সরব গোটা দেশ। এই পরিস্থিতিতে অভিনব প্রতিবাদের ডাক দিলেন দিল্লির রেসিডেন্ট চিকিৎসকদের সংগঠন। স্বাস্থ্যমন্ত্রকের ঠিকানা যেখানে, সেই নির্মাণ ভবনের সামনে আউটডোর চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা জানান তাঁরা।
রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, রাস্তায় আউটডোর পরিষেবার মাধ্যমেই আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানানো হবে। দিল্লির নির্মাণ ভবন অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রকের দফতরের বাইরে বসে রোগীদের পরিষেবা দেওয়া হবে।
তবে জরুরি পরিষেবা হাসপাতালে আগের মতোই চালু থাকবে। প্রতিবাদী চিকিৎসকরা সাফ জানিয়েছেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত না করলে পুরোদমে কাজে যোগ দেবেন না তাঁরা।