সুজিত ভট্টাচার্য, পূর্ব বর্ধমান:নিজের উপার্জনের টাকা জমিয়ে আড়াই টন ভার বহনকারী হেলিকপ্টার (helicopter) বানিয়ে তাক লাগাল বর্ধমানের যুবক রেজাউল শেখ। ফাইভ পাশ রেজাউলের এমন সফলতায় হতবাক এলাকাবাসী। বাবাকে দেওয়া কথা রাখতেই মাত্র ৬ মাসের মধ্যে তিনি বানিয়ে ফেললেন একটি আস্ত হেলিকপ্টার। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের ঘোলা এলাকার বাসিন্দা রেজাউল শেখ। শিক্ষাগত যোগ্যতা বলতে পঞ্চম শ্রেণি পর্যন্ত তাঁর পড়াশোনা। তার উপরে আর উঠতে পারেননি তিনি। বর্তমানে তিনি একটি জেসিপি ও একটি পোকলেন ভাড়ায় দিয়ে যা রোজগার করেন, তাতেই সংসার চলে তাঁদের। কিন্তু হঠাৎ করে রেজাউলের বাবা তাঁকে বলে এমন কিছু কাজ করতে যার জন্য তাঁর সুনাম হবে। এর পরেই তাই মাথায় আসে হেলিকপ্টার তৈরির কথা। আর যেমন ভাবা তেমন কাজ। শুরু করেন হেলিকপ্টার তৈরির কাজ। প্রথম প্রথম এলাকার মানুষ বিষয়টিকে নিয়ে হাসাহাসি করলেও বর্তমানে রেজাউলের হাতে তৈরি করা হেলিকপ্টার দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। এখন কেবলমাত্র ইঞ্জিন বসানো বাকি, তার পরেই আকাশে উড়বে তাঁর তৈরি হলিকপ্টার, এমনটাই দাবি রেজাউলের। ইতিমধ্যে প্রায় তিরিশ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন তিনি হেলিকপ্টার তৈরির কাজে। হেলিকপ্টার তৈরির জন্য তিনি সমস্ত উপকরণ কলকাতা, পানাগড় সহ বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছেন। ইঞ্জিন আসছে কর্ণাটক থেকে। চারশো হর্স পাওয়ার যুক্ত ইঞ্জিন বসানো হবে ওই হেলিকপ্টারে।
তাঁর এই হেলিকপ্টার দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিনই লোক হাজির হচ্ছেন গ্রামে। রেজাউল জানিয়েছেন, মন্ত্রী স্বপন দেবনাথও তাঁকে উৎসাহ দিয়ে গিয়েছেন তাঁর এই হেলিকপ্টার দেখতে এসে। রেজাউলের কথায়, আর এক মাস সময় লাগবে তাঁর হেলিকপ্টার তৈরির কাজ সম্পন্ন করতে। তারপরেই তাঁর বাবার স্বপ্নের উড়ানে চড়বেন রেজাউল।